
আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। গতকাল বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হয়েছে।
তবে তালেবানের এই আগ্রাসন আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি ভিন্ন করতে পারে বলে মনে করেন ওই মার্কিন কর্মকর্তা।
এদিকে তালেবানরা তারা অষ্টম প্রাদেশিক আফগান রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে কিংবা দখলের পথে আছে।
গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার তারা উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে।
রয়টার্স জানায়, কাবুলের সমস্ত প্রবেশ পয়েন্টে এখন অন্যান্য প্রদেশ পালিয়ে আসা বেসামরিক নাগরিকেরা অবস্থান করেছেন। তাই তালেবান যোদ্ধারাও প্রবেশের চেষ্টা করছে কি–না তা বলা কঠিন। হবে।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে কাবুল থেকে তাদের কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। গতকাল বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হয়েছে।
তবে তালেবানের এই আগ্রাসন আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি ভিন্ন করতে পারে বলে মনে করেন ওই মার্কিন কর্মকর্তা।
এদিকে তালেবানরা তারা অষ্টম প্রাদেশিক আফগান রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে কিংবা দখলের পথে আছে।
গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার তারা উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে।
রয়টার্স জানায়, কাবুলের সমস্ত প্রবেশ পয়েন্টে এখন অন্যান্য প্রদেশ পালিয়ে আসা বেসামরিক নাগরিকেরা অবস্থান করেছেন। তাই তালেবান যোদ্ধারাও প্রবেশের চেষ্টা করছে কি–না তা বলা কঠিন। হবে।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে কাবুল থেকে তাদের কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
২ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৪ ঘণ্টা আগে