
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির পরিচয় ও ছবি প্রকাশ করেছে এফবিআই। হামলাকারী টেক্সাসের বাসিন্দা ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বার। তবে তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিলেন না। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি শামসুদ-দিন জব্বার ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত এক বছর মার্কিন সামরিক বাহিনীর অধীনে আফগানিস্তানে কাজ করেন।
জব্বার ২০১৭ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমসে ডিগ্রি অর্জন করেন।
এফবিআই জানিয়েছে, হামলার সময় ব্যবহৃত গাড়িতে আইএসআইএলের (আইএসআইএস) একটি পতাকা পাওয়া গেছে। তবে তারা আরও খতিয়ে দেখছে, জব্বারের সঙ্গে সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে কি না।
তবে হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন হামলাকারী জব্বার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত এবং হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
নিউ অরলিন্স সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হেলেনা মোরেনো বলেছেন, ‘সন্দেহভাজন হামলাকারী সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিল। হামলার পর সে গাড়ি থেকে নেমে গুলি করা শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।’ নিউ অরলিন্স পুলিশ জানিয়েছে, তিনি ‘ইচ্ছাকৃতভাবে’ এই হামলা চালিয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালে জব্বার ভয়াবহ আর্থিক সংকটে পড়েন। তখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে ছিলেন। তাঁর বাড়ির ভাড়া বকেয়া ছিল ২৭ হাজার ডলার, ক্রেডিট কার্ডে ঋণ ছিল ১৬ হাজার ডলার।
সে সময় একটি ই-মেইলে তিনি তাঁর স্ত্রীর আইনজীবীকে লিখেছিলেন, ‘ঋণ পরিশোধের কোনো উপায় না থাকায় আমাদের বাড়ি বিক্রি করতে হবে নয়তো বন্ধক রাখতে হবে।’
সামরিক বাহিনীর চাকরি থেকে অবসরের পরে জব্বার ডেলয়েট নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে তাঁর মাসিক আয় ছিল প্রায় ১০ হাজার ডলার। ডেলয়েট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জব্বার তাঁদের প্রতিষ্ঠানে ২০২১ সাল থেকে ‘স্টাফ-লেভেলে’ কাজ করতেন।
এদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, শামসুদ-দিন জব্বার দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেপ্তার হন তিনি। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয়েছিল তাঁকে।
মার্কিন থিংক ট্যাংক সোফান সেন্টারের বিশেষজ্ঞ কলিন ক্লার্ক বলেছেন, ‘এই হামলায় বেশ কিছু ইঙ্গিত রয়েছে। হামলাকারীর বয়স এবং সামরিক পটভূমি বিবেচনায় তাঁর গুণাবলি যে মৌলবাদী বা জঙ্গির মতো, তা বলা যায় না। সামরিক বাহিনীতে কাজ করার বিষয়টি একটি আলাদা সতর্কবার্তা বহন করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে তথ্যের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু এতে সমস্যা দেখা গেছে। শুরুতে বলা হয়েছিল, এই হামলায় আরও লোক জড়িত থাকতে পারে, পরে সেই দাবি প্রত্যাহার করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে সন্দেহভাজন হামলাকারী ব্যক্তির পরিচয় ও ছবি প্রকাশ করেছে এফবিআই। হামলাকারী টেক্সাসের বাসিন্দা ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বার। তবে তদন্তকারীরা ধারণা করছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিলেন না। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি শামসুদ-দিন জব্বার ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত এক বছর মার্কিন সামরিক বাহিনীর অধীনে আফগানিস্তানে কাজ করেন।
জব্বার ২০১৭ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমসে ডিগ্রি অর্জন করেন।
এফবিআই জানিয়েছে, হামলার সময় ব্যবহৃত গাড়িতে আইএসআইএলের (আইএসআইএস) একটি পতাকা পাওয়া গেছে। তবে তারা আরও খতিয়ে দেখছে, জব্বারের সঙ্গে সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে কি না।
তবে হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন হামলাকারী জব্বার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত এবং হত্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
নিউ অরলিন্স সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হেলেনা মোরেনো বলেছেন, ‘সন্দেহভাজন হামলাকারী সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিল। হামলার পর সে গাড়ি থেকে নেমে গুলি করা শুরু করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।’ নিউ অরলিন্স পুলিশ জানিয়েছে, তিনি ‘ইচ্ছাকৃতভাবে’ এই হামলা চালিয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালে জব্বার ভয়াবহ আর্থিক সংকটে পড়েন। তখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে ছিলেন। তাঁর বাড়ির ভাড়া বকেয়া ছিল ২৭ হাজার ডলার, ক্রেডিট কার্ডে ঋণ ছিল ১৬ হাজার ডলার।
সে সময় একটি ই-মেইলে তিনি তাঁর স্ত্রীর আইনজীবীকে লিখেছিলেন, ‘ঋণ পরিশোধের কোনো উপায় না থাকায় আমাদের বাড়ি বিক্রি করতে হবে নয়তো বন্ধক রাখতে হবে।’
সামরিক বাহিনীর চাকরি থেকে অবসরের পরে জব্বার ডেলয়েট নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে তাঁর মাসিক আয় ছিল প্রায় ১০ হাজার ডলার। ডেলয়েট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জব্বার তাঁদের প্রতিষ্ঠানে ২০২১ সাল থেকে ‘স্টাফ-লেভেলে’ কাজ করতেন।
এদিকে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, শামসুদ-দিন জব্বার দুবার গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে ছোট আকারের একটি চুরির ঘটনায় ২০০২ সালের নভেম্বরে টেক্সাসের কেটিতে গ্রেপ্তার হন তিনি। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হলে অল্প জরিমানা করা হয়েছিল তাঁকে।
মার্কিন থিংক ট্যাংক সোফান সেন্টারের বিশেষজ্ঞ কলিন ক্লার্ক বলেছেন, ‘এই হামলায় বেশ কিছু ইঙ্গিত রয়েছে। হামলাকারীর বয়স এবং সামরিক পটভূমি বিবেচনায় তাঁর গুণাবলি যে মৌলবাদী বা জঙ্গির মতো, তা বলা যায় না। সামরিক বাহিনীতে কাজ করার বিষয়টি একটি আলাদা সতর্কবার্তা বহন করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে তথ্যের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু এতে সমস্যা দেখা গেছে। শুরুতে বলা হয়েছিল, এই হামলায় আরও লোক জড়িত থাকতে পারে, পরে সেই দাবি প্রত্যাহার করা হয়েছে।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৯ ঘণ্টা আগে