
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিবিসির খবরে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ৩৫ টির বেশি টর্নেডো রেকর্ড করেছে।
টর্নেডোর কারণে ৩ কোটির বেশি মানুষ ঝুঁকিতে পড়েছেন। আলাবামার সেলমা শহরে শক্তিশালী একটি টর্নেডো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডব্লিউএস। আর মন্টোগোমেরি ও সেলমার মধ্যবর্তী স্থানে অবস্থিত অটাউগা কাউন্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে।
টর্নেডোর প্রভাবে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনা এই চার অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। কর্তৃপক্ষের হিসেবে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন। আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
সেলমার মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশির ভাগ রাস্তায় বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারির পাশাপাশি বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায় স্থানীয় প্রশাসন। তবে সেলমাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঝড়ে গত কয়েক সপ্তাহে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখন বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিবিসির খবরে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ৩৫ টির বেশি টর্নেডো রেকর্ড করেছে।
টর্নেডোর কারণে ৩ কোটির বেশি মানুষ ঝুঁকিতে পড়েছেন। আলাবামার সেলমা শহরে শক্তিশালী একটি টর্নেডো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডব্লিউএস। আর মন্টোগোমেরি ও সেলমার মধ্যবর্তী স্থানে অবস্থিত অটাউগা কাউন্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে।
টর্নেডোর প্রভাবে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনা এই চার অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। কর্তৃপক্ষের হিসেবে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন। আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
সেলমার মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশির ভাগ রাস্তায় বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারির পাশাপাশি বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায় স্থানীয় প্রশাসন। তবে সেলমাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঝড়ে গত কয়েক সপ্তাহে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখন বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৩৮ মিনিট আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১১ ঘণ্টা আগে