
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে ক্রিস্টিনা ফার্নান্দেজের হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায়। তাঁরা শনিবার দিনভর বিক্ষোভ করেছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁর বাড়ির সামনে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন এবং বিক্ষোভ থামানোর অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এবার একটু বিশ্রাম নিন।’
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছিলেন আইনজীবীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের এই রায়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামেন ক্রিস্টিনার হাজার হাজার সমর্থক। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে ক্রিস্টিনার বুয়েনস আইরেসের বাড়ির সামনে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ‘প্রতিরোধক বেড়া’ স্থাপন করেছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, ফার্নান্দেজ বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। বুয়েনস আইরেসের মেয়র পুলিশ দিয়ে বিক্ষোভ ঠেকাতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরে বিকেলের দিকে পুলিশের বেড়া ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে দুর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর প্রতিবাদে ক্রিস্টিনা ফার্নান্দেজের হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায়। তাঁরা শনিবার দিনভর বিক্ষোভ করেছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁর বাড়ির সামনে একটি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন এবং বিক্ষোভ থামানোর অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা এবার একটু বিশ্রাম নিন।’
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছিলেন আইনজীবীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের এই রায়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করতে নামেন ক্রিস্টিনার হাজার হাজার সমর্থক। শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে ক্রিস্টিনার বুয়েনস আইরেসের বাড়ির সামনে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ‘প্রতিরোধক বেড়া’ স্থাপন করেছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেছেন, ফার্নান্দেজ বিচারিক নিপীড়নের শিকার হয়েছেন। বুয়েনস আইরেসের মেয়র পুলিশ দিয়ে বিক্ষোভ ঠেকাতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরে বিকেলের দিকে পুলিশের বেড়া ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১৫ মিনিট আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে