
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল।
শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি Glock 17 Gen 5 মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেইউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্নযোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’
যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল।
শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি Glock 17 Gen 5 মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেইউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্নযোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’
যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে