
রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ভাগনার ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাগনার গ্রুপ হিজবুল্লাহকে প্যান্টসার-এস ওয়ান সিস্টেম সরবরাহ করার পরিকল্পনা করেছে। এটি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে এসএ-২২ নামে পরিচিত। শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করতে এই ব্যবস্থায় রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা আগ্নেয়াস্ত্র।
রাশিয়ার অর্থায়নে ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ভাগনার গ্রুপ। ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে জুন মাসে ব্যর্থ বিদ্রোহের পর এই গ্রুপ এখন ক্রেমলিনের কড়া নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ক্রেমলিন।
রুশ সরকারের অর্থায়নে পরিচালিত ভাগনার গ্রুপ গত জুন মাসে সাবেক নেতা ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে বিদ্রোহ করে। এরপর ভাগনারকে ক্রেমলিনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা সম্পর্কে ভাগনারের মন্তব্য জানতে চেয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। তবে ভাগনারও কোনো জবাব দেয়নি।
এরই মধ্যে হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়ে গিয়েছে কি না তা ওয়াশিংটন এখনো নিশ্চিত করেনি বলে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে পেন্টাগনের কর্মকর্তারা ভাগনার এবং হিজবুল্লাহর সঙ্গে যুক্ত আলোচনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসার সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে সরবরাহ করা হবে।
২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছিল রাশিয়া।
লেবাননের ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের মাঝামাঝি সময়ে ইরানের রেভল্যুশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে। ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবকে সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে।
পাশাপাশি ১৯৮২ সালে লেবানন আক্রমণ করে ইসরায়েল। সেখানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তেও হিজবুল্লাহ প্রতিষ্ঠা করা হয়।
গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে চলছে হিজবুল্লাহ।

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ভাগনার ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভাগনার গ্রুপ হিজবুল্লাহকে প্যান্টসার-এস ওয়ান সিস্টেম সরবরাহ করার পরিকল্পনা করেছে। এটি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে এসএ-২২ নামে পরিচিত। শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করতে এই ব্যবস্থায় রয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা আগ্নেয়াস্ত্র।
রাশিয়ার অর্থায়নে ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ভাগনার গ্রুপ। ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে জুন মাসে ব্যর্থ বিদ্রোহের পর এই গ্রুপ এখন ক্রেমলিনের কড়া নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ক্রেমলিন।
রুশ সরকারের অর্থায়নে পরিচালিত ভাগনার গ্রুপ গত জুন মাসে সাবেক নেতা ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্বে বিদ্রোহ করে। এরপর ভাগনারকে ক্রেমলিনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা সম্পর্কে ভাগনারের মন্তব্য জানতে চেয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। তবে ভাগনারও কোনো জবাব দেয়নি।
এরই মধ্যে হিজবুল্লাহকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়ে গিয়েছে কি না তা ওয়াশিংটন এখনো নিশ্চিত করেনি বলে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে পেন্টাগনের কর্মকর্তারা ভাগনার এবং হিজবুল্লাহর সঙ্গে যুক্ত আলোচনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।
ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসার সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে সরবরাহ করা হবে।
২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছিল রাশিয়া।
লেবাননের ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধের মাঝামাঝি সময়ে ইরানের রেভল্যুশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে। ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবকে সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে।
পাশাপাশি ১৯৮২ সালে লেবানন আক্রমণ করে ইসরায়েল। সেখানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তেও হিজবুল্লাহ প্রতিষ্ঠা করা হয়।
গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে চলছে হিজবুল্লাহ।

সিরিয়া সরকার ও কুর্দি পরিচলিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৩০ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৬ ঘণ্টা আগে