
যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির টেক্সাস, ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যে এই টর্নেডো আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে এবং ঘরবাড়িসহ ট্রাক বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওকলাহোমা-টেক্সাস সীমান্তবর্তী টেক্সাসের শহর কূক কাউন্টিতে টর্নেডোর আঘাতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই টর্নেডো আঘাত হানে। ওকলাহোমার মায়েস কাউন্টিতে একই টর্নেডোর আঘাতে আরও অন্তত ২ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এ ছাড়া, আরকানসাসের উত্তরাঞ্চলে অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুক কাউন্টির শেরিফ বলেছেন, ‘এটি ধ্বংসাবশেষের একটি মাত্র নজির। এই ধ্বংসযজ্ঞ বেশ ভয়াবহ।’ তিনি জানিয়েছেন, তাঁর শহরে নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু আছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা ও স্থানীয় কর্তৃপক্ষ এই টর্নেডোর পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে।
এদিকে, এই টর্নেডোর আঘাতে ওকলাহোমায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের বিপুল পরিমাণ মানুষ বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ওয়েবসাইটের হিসাব অনুসারে এই টর্নেডোর কারণে টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, কানসাস ও আরকানসাসে অন্তত ৩ লাখ ৭৫ মানুষ বিদ্যুৎ-সংযোগহীন হয়ে পড়েছে।
সাধারণত, যুক্তরাষ্ট্রে এপ্রিল ও মে মাসে ব্যাপক টর্নেডো হয়ে থাকে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে এই টর্নেডো আঘাত হানার আশঙ্কা বেশি থাকেই। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়া টর্নেডোর আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর কারণে অঙ্গরাজ্যটির কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টর্নেডোর আঘাতে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির টেক্সাস, ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যে এই টর্নেডো আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে এবং ঘরবাড়িসহ ট্রাক বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওকলাহোমা-টেক্সাস সীমান্তবর্তী টেক্সাসের শহর কূক কাউন্টিতে টর্নেডোর আঘাতে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এই টর্নেডো আঘাত হানে। ওকলাহোমার মায়েস কাউন্টিতে একই টর্নেডোর আঘাতে আরও অন্তত ২ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এ ছাড়া, আরকানসাসের উত্তরাঞ্চলে অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুক কাউন্টির শেরিফ বলেছেন, ‘এটি ধ্বংসাবশেষের একটি মাত্র নজির। এই ধ্বংসযজ্ঞ বেশ ভয়াবহ।’ তিনি জানিয়েছেন, তাঁর শহরে নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সী দুটি শিশু আছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদেরা ও স্থানীয় কর্তৃপক্ষ এই টর্নেডোর পরিপ্রেক্ষিতে জরুরি সতর্কতা জারি করেছে।
এদিকে, এই টর্নেডোর আঘাতে ওকলাহোমায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যের বিপুল পরিমাণ মানুষ বিদ্যুৎসংযোগহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ওয়েবসাইটের হিসাব অনুসারে এই টর্নেডোর কারণে টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, কানসাস ও আরকানসাসে অন্তত ৩ লাখ ৭৫ মানুষ বিদ্যুৎ-সংযোগহীন হয়ে পড়েছে।
সাধারণত, যুক্তরাষ্ট্রে এপ্রিল ও মে মাসে ব্যাপক টর্নেডো হয়ে থাকে। বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে এই টর্নেডো আঘাত হানার আশঙ্কা বেশি থাকেই। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়া টর্নেডোর আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর কারণে অঙ্গরাজ্যটির কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে