
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেভেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে, স্থানীয় সময় বুধবার জিল বাইডেনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগের দিনের পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছিল।
জিল বাইডেনের উপযোগাযোগ পরিচালক কেলসি ডনোহু এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ অনুভব করেননি। তবে পরীক্ষার ফল যেহেতু পজিটিভ এসেছে, তিনি ডেলাওয়্যারে আইসোলেশনে থাকবেন।
৭১ বছর বয়সী জিল বাইডেন গত ১৬ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে প্যাক্সলোভিড ওষুধের কোর্স সম্পন্ন করেছেন এবং ২১ আগস্ট পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এল।
তবে ওই একই দিনে অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।
হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিন নিজ বাড়িতে থাকার সময় মাস্ক পরে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করবেন পরীক্ষা অব্যাহত রাখবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেভেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে, স্থানীয় সময় বুধবার জিল বাইডেনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগের দিনের পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছিল।
জিল বাইডেনের উপযোগাযোগ পরিচালক কেলসি ডনোহু এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ অনুভব করেননি। তবে পরীক্ষার ফল যেহেতু পজিটিভ এসেছে, তিনি ডেলাওয়্যারে আইসোলেশনে থাকবেন।
৭১ বছর বয়সী জিল বাইডেন গত ১৬ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে প্যাক্সলোভিড ওষুধের কোর্স সম্পন্ন করেছেন এবং ২১ আগস্ট পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এল।
তবে ওই একই দিনে অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।
হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিন নিজ বাড়িতে থাকার সময় মাস্ক পরে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করবেন পরীক্ষা অব্যাহত রাখবেন।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৩১ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে