
রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য চুক্তির জন্য পিয়ংইয়ং সফর করেছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘দ্বিতীয় প্রতিনিধিদল ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন “দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে” চিঠি বিনিময় করেছেন।’
কিরবি আরও বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তার বিষয় বিবেচনা করছে। এ ছাড়া আমাদের কাছে তথ্য রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়াকে এরই মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামনে মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।’
এই সম্ভাব্য চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পেতে পারে। চুক্তির মধ্যে সামরিক কাঁচামালও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করবে। কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে জড়িত যেকোনো সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এবং পিয়ংইয়ংকে এ আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন।

রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য চুক্তির জন্য পিয়ংইয়ং সফর করেছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘দ্বিতীয় প্রতিনিধিদল ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন “দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে” চিঠি বিনিময় করেছেন।’
কিরবি আরও বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তার বিষয় বিবেচনা করছে। এ ছাড়া আমাদের কাছে তথ্য রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়াকে এরই মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামনে মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।’
এই সম্ভাব্য চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পেতে পারে। চুক্তির মধ্যে সামরিক কাঁচামালও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করবে। কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে জড়িত যেকোনো সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এবং পিয়ংইয়ংকে এ আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে