
রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য চুক্তির জন্য পিয়ংইয়ং সফর করেছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘দ্বিতীয় প্রতিনিধিদল ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন “দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে” চিঠি বিনিময় করেছেন।’
কিরবি আরও বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তার বিষয় বিবেচনা করছে। এ ছাড়া আমাদের কাছে তথ্য রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়াকে এরই মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামনে মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।’
এই সম্ভাব্য চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পেতে পারে। চুক্তির মধ্যে সামরিক কাঁচামালও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করবে। কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে জড়িত যেকোনো সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এবং পিয়ংইয়ংকে এ আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন।

রাশিয়া ও উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ চুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া এসব অস্ত্র ব্যবহার করবে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দুটি ‘একঘরে’ রাষ্ট্রের মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করেছেন। এরপর রাশিয়ার কর্মকর্তাদের আরেকটি প্রতিনিধিদল সম্ভাব্য চুক্তির জন্য পিয়ংইয়ং সফর করেছেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘দ্বিতীয় প্রতিনিধিদল ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন “দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে” চিঠি বিনিময় করেছেন।’
কিরবি আরও বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তার বিষয় বিবেচনা করছে। এ ছাড়া আমাদের কাছে তথ্য রয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়াকে এরই মধ্যে অস্ত্র চুক্তির আলোচনা চলছে। এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামনে মাসে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।’
এই সম্ভাব্য চুক্তির অধীনে রাশিয়া উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পেতে পারে। চুক্তির মধ্যে সামরিক কাঁচামালও অন্তর্ভুক্ত থাকতে পারে, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা করবে। কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তিতে জড়িত যেকোনো সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এবং পিয়ংইয়ংকে এ আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে