Ajker Patrika

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নিজের ভাতিজি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনের জন্য মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনে ট্রাম্পের ‘সন্দেহজনক ট্যাক্স জালিয়াতির’ কথা উল্লেখ করা হয়েছিল। মঙ্গলবার নিউ ইয়র্কে মামলাটি দায়ের করেন তিনি। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ম্যারি ট্রাম্পের সঙ্গে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে। ৫৬ বছর বয়সী ম্যারি ২০২০ সালে এক স্মৃতিকথায় স্বীকার করেন ওই প্রতিবেদনের সূত্র ছিলেন তিনি নিজে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই তাঁর নিজের ভাতিজির বইয়ে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। 

মামলার অভিযোগে বলা হয়, ভাতিজি ম্যারি ট্রাম্প এবং নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রটির প্রতিবেদক গোপন নথিপত্র পেতে সূক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। 

সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে টুইট বার্তায় লিখেছেন, ‘ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছে। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই বলে সাংবাদিকতা।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত