
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি-ককাস নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিপাবলিকান প্রাইমারি বা ককাসে ডোনাল্ড ট্রাম্প সবগুলোতেই জয় পেয়েছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের প্রাইমারি জিতলেন নিক্কি হ্যালি। প্রথম নারী প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রাইমারি জিতেছেন নিক্কি হ্যালি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এখনো যোজন যোজন এগিয়ে ট্রাম্প।
জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা নিক্কি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগান, মিজৌরি এবং আইডাহো রিপাবলিকান ককাসে জয় লাভ করেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন।
রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট।
তারও আগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস ও নিক্কি হ্যালির নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা প্রাইমারি ও ককাসে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি-ককাস নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিপাবলিকান প্রাইমারি বা ককাসে ডোনাল্ড ট্রাম্প সবগুলোতেই জয় পেয়েছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হারিয়ে এই প্রথমবারের প্রাইমারি জিতলেন নিক্কি হ্যালি। প্রথম নারী প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রাইমারি জিতেছেন নিক্কি হ্যালি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এখনো যোজন যোজন এগিয়ে ট্রাম্প।
জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা নিক্কি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশিগান, মিজৌরি এবং আইডাহো রিপাবলিকান ককাসে জয় লাভ করেন। তিন অঙ্গরাজ্যেই ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বড় ব্যবধানে হারিয়েছেন।
রিপাবলিকান পার্টির মিশিগান রাজ্য শাখা জানিয়েছে, সেখানকার ১৩টি ডিসট্রিক্টের সব কটিতেই নিকি হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন প্রায় ৯৮ শতাংশ সমর্থন। ট্রাম্পের ১৫৭৫ ভোটের বিপরীতে হ্যালি পান মাত্র ৩৬ ভোট।
তারও আগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস ও নিক্কি হ্যালির নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনা প্রাইমারি ও ককাসে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে