Ajker Patrika

যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার

  • কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে বিবৃতি দিল দ্য ইকোনমিস্ট।
  • জনমত জরিপে এখনো অল্প ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস।
  • পুরুষ ভোটারদের সমর্থন ট্রাম্পে। নারীরা কমলার পক্ষে।
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৯: ৫১
যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের বাকি আর পাঁচ দিন। এরই মধ্যে সাড়ে ছয় কোটি ভোটার তাঁদের ভোট দিয়েছেন।

এদিকে নতুন এক জরিপে বলা হচ্ছে, এবার নারী ভোটারদের আগ্রহের জায়গায় রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর পুরুষ ভোটারদের আগ্রহ সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে।

আজ শুক্রবার নতুন জরিপের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাঁরা বলছে, ২০২০ সালের চেয়ে এবার বেশি আগাম ভোট পড়বে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, এবারের ভোটে কে পুরুষ আর কে নারী সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরিপ বলছে, কমলা হ্যারিস এবার এগিয়ে আছেন নারী ভোটারদের মধ্যে। আর পুরুষ ভোটারদের মধ্যে এগিয়ে আছেন ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় পুরুষের তুলনায় নারীরা বেশি ভোট দিচ্ছেন। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যেই এই চিত্র দেখা যাচ্ছে।

এদিকে জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে ফাইভ থার্টি এইট। এতে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে খুব অল্প ব্যবধানে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। এই ব্যবধান ১ দশমিক ৪ পয়েন্ট। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর জরিপে বলা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস। তবে বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, ভোট দেওয়া শেষ হলে এটাকে ভার্চুয়ালি ড্র হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রভাশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছে তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত