
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না তিনি। আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের এক আদালতে চলছে হান্টারের বিচার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে। এ সময় উপস্থাপক জানতে চান, বিচারকের দেওয়া রায় মেনে নেবেন কি না জো বাইডেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’
হান্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মূলত ২০১৮ সালে এক বন্দুক কেনা নিয়ে। তিনটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেগুলো হচ্ছে—আগ্নেয়াস্ত্রটি কেনার ফরমে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। ফরমে মাদকাসক্ত নন বললেও মাদক নিরাময়ের চিকিৎসা চলমান থাকার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।
হান্টার বাইডেন বন্দুক কেনার সময় অনুমোদিত বিক্রেতার কাছেও মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ ছাড়া, ১১ দিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের মালিকও ছিলেন তিনি।
এফবিআইয়ের ফরেনসিক বিভাগের কেমিস্ট জেসন ব্রিউয়ারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছেন মামলার কৌঁসুলিরা। লেদারের যে ব্যাগে হান্টারের বন্দুক পাওয়া গেছে, তা পরীক্ষা করে কোকেন পেয়েছিলেন ব্রিউয়ার। তবে তার পরিমাণ খুবই নগণ্য ছিল বলে কৌঁসুলিদের বলেন তিনি।
২০১৫ সালে ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যানসারে মৃত্যুবরণ করেন জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন। মূলত এর পর থেকেই হান্টার বাইডেনের মাদকাসক্তি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
তবে হান্টার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি তখন মাদকাসক্ত ছিলেন না এবং আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারীও তিনি নন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করবেন না তিনি। আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের এক আদালতে চলছে হান্টারের বিচার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলা মামলা সম্পর্কে। এ সময় উপস্থাপক জানতে চান, বিচারকের দেওয়া রায় মেনে নেবেন কি না জো বাইডেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।’
হান্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মূলত ২০১৮ সালে এক বন্দুক কেনা নিয়ে। তিনটি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেগুলো হচ্ছে—আগ্নেয়াস্ত্রটি কেনার ফরমে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। ফরমে মাদকাসক্ত নন বললেও মাদক নিরাময়ের চিকিৎসা চলমান থাকার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি, যা মার্কিন ফেডারেল আইনের লঙ্ঘন।
হান্টার বাইডেন বন্দুক কেনার সময় অনুমোদিত বিক্রেতার কাছেও মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ ছাড়া, ১১ দিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের মালিকও ছিলেন তিনি।
এফবিআইয়ের ফরেনসিক বিভাগের কেমিস্ট জেসন ব্রিউয়ারের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছেন মামলার কৌঁসুলিরা। লেদারের যে ব্যাগে হান্টারের বন্দুক পাওয়া গেছে, তা পরীক্ষা করে কোকেন পেয়েছিলেন ব্রিউয়ার। তবে তার পরিমাণ খুবই নগণ্য ছিল বলে কৌঁসুলিদের বলেন তিনি।
২০১৫ সালে ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যানসারে মৃত্যুবরণ করেন জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন। মূলত এর পর থেকেই হান্টার বাইডেনের মাদকাসক্তি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
তবে হান্টার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি তখন মাদকাসক্ত ছিলেন না এবং আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারীও তিনি নন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৯ ঘণ্টা আগে