
ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মূলত, গাজার দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি অভিযানের গতি রুখতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এর ফল হিসেবে আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে ২০০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ বোম, ৫০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৭০০ বোমা ছিল।’ এপি ও এএফপিও একই ধরনে মন্তব্য প্রকাশ করেছিল অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে আমরা ২ হাজার পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কী হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। এ ছাড়া এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি।’
অপর এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ধমক বলে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত ইসরায়েলের প্রতি একটি ধমক এবং দেশটির প্রতি এই বার্তা পাঠানো যে, যুক্তরাষ্ট্র রাফাহে অভিযানের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।
অপর চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অভিমুখী একটি অস্ত্রের চালান অন্তত দুই সপ্তাহ ধরে আটকে আছে। এই চালানে বোয়িংয়ের তৈরি গোলাবারুদ, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বোমা এবং ছোট ছোট বোমা আছে।

ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। মূলত, গাজার দক্ষিণের শহর রাফাহে ইসরায়েলি অভিযানের গতি রুখতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মনে হচ্ছে, ইসরায়েলি নেতারা রাফাহে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ইসরায়েল রাফাহ অভিযানে ব্যবহার করতে পারেন এমন অস্ত্র দেশটিকে না দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেছি।’ তিনি জানান, গত এপ্রিলের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এর ফল হিসেবে আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি শিপমেন্ট বা চালান বন্ধ করে দিয়েছি। ওই চালানে ২০০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৮০০ বোম, ৫০০ পাউন্ড ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৭০০ বোমা ছিল।’ এপি ও এএফপিও একই ধরনে মন্তব্য প্রকাশ করেছিল অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘বিশেষ করে আমরা ২ হাজার পাউন্ড ক্ষমতার বোমার ব্যবহার বন্ধ করার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করেছি। গাজার বিভিন্ন অংশে ঘনবসতিপূর্ণ শহুরে পরিবেশে এই বোমার ক্ষতিকর প্রভাব কী হতে পারে তার দিকে মনোনিবেশ করছি। এ ছাড়া এই চালানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে সম্পর্কে আমরা এখনো ভাবিনি।’
অপর এক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ধমক বলে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত ইসরায়েলের প্রতি একটি ধমক এবং দেশটির প্রতি এই বার্তা পাঠানো যে, যুক্তরাষ্ট্র রাফাহে অভিযানের বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।
অপর চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল অভিমুখী একটি অস্ত্রের চালান অন্তত দুই সপ্তাহ ধরে আটকে আছে। এই চালানে বোয়িংয়ের তৈরি গোলাবারুদ, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বোমা এবং ছোট ছোট বোমা আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
২ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১২ ঘণ্টা আগে