
করোনার টিকা নিলেই যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মীদের ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকা দেবে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী সংস্থা ভ্যানগার্ড।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিলেই কর্মীরা এই অর্থ পাবেন।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ডেলটা ধরন। মাইক্রোসফট এবং গুগলসহ বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করেছে।
এ ছাড়া ওয়ালমার্ট এবং উবারের মতো কোম্পানিগুলোও তাঁদের কর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তবে আমাজন এবং অ্যাপল কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো নীতি গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের সাড়ে ১৬ হাজার কর্মী রয়েছে। সংস্থাটি বলছে, করোনার সংক্রমণ কমাতে সর্বোত্তম পন্থা হলো টিকার প্রয়োগ। এ জন্য কোম্পানিটি তাঁদের কর্মীদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে।
কোম্পানিটির একজন মুখপাত্র জানান, আমরা কর্মীদের জন্য একটি ভ্যাকসিন প্রণোদনা দিচ্ছি। যারা টিকা দেওয়ার প্রমাণ দিতে পারবেন তাঁরাই এটি পাবেন।
ভারতে প্রথম শনাক্ত করোনার ডেলটা ধরনের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশটিতে কমছে টিকাদানের গতিও। পাশাপাশি অনেক মার্কিন বাসিন্দাই টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে এটি নিতে ইচ্ছুক নন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করতে দেশের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

করোনার টিকা নিলেই যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মীদের ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকা দেবে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী সংস্থা ভ্যানগার্ড।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। এই সময়ের মধ্যে টিকা নিলেই কর্মীরা এই অর্থ পাবেন।
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ডেলটা ধরন। মাইক্রোসফট এবং গুগলসহ বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করেছে।
এ ছাড়া ওয়ালমার্ট এবং উবারের মতো কোম্পানিগুলোও তাঁদের কর্মীদের টিকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তবে আমাজন এবং অ্যাপল কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো নীতি গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের সাড়ে ১৬ হাজার কর্মী রয়েছে। সংস্থাটি বলছে, করোনার সংক্রমণ কমাতে সর্বোত্তম পন্থা হলো টিকার প্রয়োগ। এ জন্য কোম্পানিটি তাঁদের কর্মীদের টিকা নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে।
কোম্পানিটির একজন মুখপাত্র জানান, আমরা কর্মীদের জন্য একটি ভ্যাকসিন প্রণোদনা দিচ্ছি। যারা টিকা দেওয়ার প্রমাণ দিতে পারবেন তাঁরাই এটি পাবেন।
ভারতে প্রথম শনাক্ত করোনার ডেলটা ধরনের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশটিতে কমছে টিকাদানের গতিও। পাশাপাশি অনেক মার্কিন বাসিন্দাই টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহের কারণে এটি নিতে ইচ্ছুক নন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করতে দেশের অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে