Ajker Patrika

সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন বাইডেন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬: ২২
সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন বাইডেন

অনুষ্ঠানে মাইক্রোফোনে এক সাংবাদিককে গালি দিয়ে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডোসিকে ‘স্টুপিড সন অব আ বিচ’ বলে অভিহিত করেন বাইডেন। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত প্রকাশিত হয়েছে। অবশ্য পিটার ডোসি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পরে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আক্রমণের উদ্দেশ্যে ওই কথা বলেননি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দ্রব্যমূল্য কমানো নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাংবাদিকেরা এলোমেলোভাবে প্রশ্ন করা শুরু করলে বাইডেন এ কাণ্ড করেন। ওই সময় পিটার ডোসি বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হওয়া মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য রাজনৈতিক দায় হতে যাচ্ছে কি না।

মাইক্রোফোন ও ভিডিওর সামনেই ডোসিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বাইডেন বলেন, ‘আরও মুদ্রাস্ফীতি খুবই বড় সম্পদ।’ এরপরই তিনি বলেন, ‘হোয়াট আ স্টুপিড সন অব আ বিচ’।

উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টাকে ‘অভদ্র’ ও ‘ভয়ানক’ বলে আখ্যায়িত করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত