আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলার সম্ভাবনা তিনি খুব একটা দেখছেন না। এটি খুবই কঠিন। ক্রমবর্ধমান এই সংঘাতের মধ্যেই ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে আলোচনার জন্য সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দেওয়া হবে। পাশাপাশি, তিনি এটাও দাবি করেছেন যে, ইসরায়েলই জিততে যাচ্ছে।
তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ বক্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আক্রমণ বন্ধ হলে এবং যারা হামলা চালিয়েছে তাদের জবাবদিহির আওতায় আনা হলে তেহরান আবার কূটনৈতিক পথে ফিরতে প্রস্তুত। তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন। ইসরায়েল ১৩ জুন ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
নিউজার্সিতে এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েল এখন রণক্ষেত্রে ‘জয়ী অবস্থানে’ রয়েছে, তাই এই মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা কঠিন। তিনি বলেন, ‘আমি মনে করি, এখন এই অনুরোধ করা খুব কঠিন। যদি কেউ জিতছে, তাহলে এটা বলা একটু কঠিন হয়ে যায়। তবে আমরা প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমরা ইরানের সঙ্গে কথা বলেছি, দেখা যাক কী হয়।
এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দেবেন। শুক্রবার তিনি বলেন, ‘মানুষ বোধশক্তি ফিরে পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।’
এদিন ইরানের শীর্ষ কূটনীতিক আরাঘচি ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কিন্তু ট্রাম্প তাতে গুরুত্ব না দিয়ে বলেন, ‘ইউরোপ কিছু করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘তারা (ইউরোপ) কোনো সহায়তা করেনি। ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়।’
ট্রাম্প দাবি করেন, ইরান ‘কয়েক সপ্তাহের মধ্যেই, অথবা খুব বেশি হলে কয়েক মাসের মধ্যে’ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা যুক্তরাষ্ট্র কিছুতেই হতে দিতে পারে না। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে।
এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি স্থানে—যার মধ্যে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাও রয়েছে—হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের অন্তত ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলার সম্ভাবনা তিনি খুব একটা দেখছেন না। এটি খুবই কঠিন। ক্রমবর্ধমান এই সংঘাতের মধ্যেই ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে আলোচনার জন্য সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দেওয়া হবে। পাশাপাশি, তিনি এটাও দাবি করেছেন যে, ইসরায়েলই জিততে যাচ্ছে।
তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ বক্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আক্রমণ বন্ধ হলে এবং যারা হামলা চালিয়েছে তাদের জবাবদিহির আওতায় আনা হলে তেহরান আবার কূটনৈতিক পথে ফিরতে প্রস্তুত। তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন। ইসরায়েল ১৩ জুন ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
নিউজার্সিতে এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইসরায়েল এখন রণক্ষেত্রে ‘জয়ী অবস্থানে’ রয়েছে, তাই এই মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা কঠিন। তিনি বলেন, ‘আমি মনে করি, এখন এই অনুরোধ করা খুব কঠিন। যদি কেউ জিতছে, তাহলে এটা বলা একটু কঠিন হয়ে যায়। তবে আমরা প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমরা ইরানের সঙ্গে কথা বলেছি, দেখা যাক কী হয়।
এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দেবেন। শুক্রবার তিনি বলেন, ‘মানুষ বোধশক্তি ফিরে পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।’
এদিন ইরানের শীর্ষ কূটনীতিক আরাঘচি ইউরোপের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কিন্তু ট্রাম্প তাতে গুরুত্ব না দিয়ে বলেন, ‘ইউরোপ কিছু করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘তারা (ইউরোপ) কোনো সহায়তা করেনি। ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়।’
ট্রাম্প দাবি করেন, ইরান ‘কয়েক সপ্তাহের মধ্যেই, অথবা খুব বেশি হলে কয়েক মাসের মধ্যে’ পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা যুক্তরাষ্ট্র কিছুতেই হতে দিতে পারে না। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে।
এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি স্থানে—যার মধ্যে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাও রয়েছে—হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করে।
ইসরায়েলি কর্মকর্তারা জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের অন্তত ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর ইসরায়ে
৯ মিনিট আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
৩৫ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১১ ঘণ্টা আগে