
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাকিস্তান ও তাঁর দেশের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বাইডেনের সরকারি অতিথি ভবন ব্লেয়ার হাউসে তাঁর প্রত্যয়নপত্র জমা দিতে গেলে বাইডেন এই মন্তব্য করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে, গত বুধবার রিজওয়ান সাঈদ শেখ ব্লেয়ার হাউসে যান তাঁর লেটার অব ক্রেডেন্স বা প্রত্যয়নপত্র জমা দিতে যান। এ সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজওয়ান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের ৩০ তম রাষ্ট্রদূত।
বাইডেন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা হুমকি এবং স্বাস্থ্য সমস্যাগুলোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন-পাকিস্তান সহযোগিতারও প্রশংসা করেন এবং নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন।
এর আগে, পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকার পরও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না।
এ বিষয়ে এ ধরনে মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাকিস্তান ও তাঁর দেশের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বাইডেনের সরকারি অতিথি ভবন ব্লেয়ার হাউসে তাঁর প্রত্যয়নপত্র জমা দিতে গেলে বাইডেন এই মন্তব্য করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে, গত বুধবার রিজওয়ান সাঈদ শেখ ব্লেয়ার হাউসে যান তাঁর লেটার অব ক্রেডেন্স বা প্রত্যয়নপত্র জমা দিতে যান। এ সময় শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজওয়ান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের ৩০ তম রাষ্ট্রদূত।
বাইডেন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা হুমকি এবং স্বাস্থ্য সমস্যাগুলোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন-পাকিস্তান সহযোগিতারও প্রশংসা করেন এবং নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন।
এর আগে, পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকার পরও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না।
এ বিষয়ে এ ধরনে মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ-সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তাঁরা এই তথ্য
১ ঘণ্টা আগে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
৩ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৪ ঘণ্টা আগে