Ajker Patrika

পুতিনকে কড়া হুঁশিয়ারি বাইডেনের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৫
পুতিনকে কড়া হুঁশিয়ারি বাইডেনের

ইউক্রেন বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে ‘ভয়ানক মূল্য’ দিতে হবে এবং ধ্বংসাত্মক অর্থনৈতিক মূল্য গুনতে হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর ভাবনা কখনোই তাঁর মাথায় ছিল না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইউক্রেনের নিরাপত্তা বাড়াতে পূর্বের দেশগুলোতে মার্কিন ও ন্যাটো সেনা মোতায়েন জোরদার করার ওপর জোর দিয়েছেন তিনি। 

হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন বলেন, ‘এটা নিশ্চিত যে, ইউক্রেনে কোনো আঁচড় পড়লে রাশিয়াকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।’  

উল্লেখ্য, গত সপ্তাহে বাইডেন ও পুতিনের মধ্যে দুই ঘণ্টা ফোনালাপ হয়েছে। বাইডেন বলেছেন, ফোনালাপে ইউক্রেনে অনুপ্রবেশের বিষয়ে রাশিয়াকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে, ইউক্রেনে অনুপ্রবেশ করলে রাশিয়ার অবস্থা শোচনীয় হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত