
করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি।
এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন।

করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি।
এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে