
ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে বৈধতা দিল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় আজ বুধবার দেশটির কংগ্রেসে এ নিয়ে একটি প্রস্তাব পাস হয়। এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বিটকয়েনের বৈধতার প্রস্তাব কংগ্রেস উত্থাপন করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এল সালভেদরের কংগ্রেসে বিটকয়েন বৈধতার ইস্যুতে ৮৪টি ভোট পড়ে। এর মধ্যে ৬২টি জন আইন প্রণেতা বিটকয়েন বৈধতার পক্ষে ভোট দেন।
বিটকয়েনকে বৈধতা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এল সালভেদরের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিটকয়েন নিয়ে এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বলেছিলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতির বাইরে থেকে যাওয়া হাজারো মানুষকে আর্থিকভাবে সংযুক্ত করা যাবে। এর মাধ্যমে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলেও আশা করছেন নায়িব বুকেল।
জানা গেছে, দেশটির শতকরা ৭০ ভাগ মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিট কয়েনকে বৈধতা দিয়ে তাঁদেরকেই অর্থনীতিতে যুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট বুকেলে।
এল সালভাদরের বিটকয়েন আইন অনুযায়ী, দেশটিতে কোনো পণ্য অথবা সেবা ক্রয় করার জন্য বিটকয়েন ব্যবহার করা যাবে। এ ছাড়া করও বিটকয়েনের মাধ্যমে আদায় করা যাবে। আগামী ৯০ দিনের মধ্যে এই আইন কার্যকর হবে।
বিটকয়েন একধরণের ভার্চুয়াল সম্পদ, সত্যিকারের অর্থনীতির সাথে যার সরাসরি কোন যুক্ততা নেই। গত কয়েকবছরে এই মুদ্রার দরে বড় ধরণের ওঠানামা হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে বৈধতা দিল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় আজ বুধবার দেশটির কংগ্রেসে এ নিয়ে একটি প্রস্তাব পাস হয়। এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বিটকয়েনের বৈধতার প্রস্তাব কংগ্রেস উত্থাপন করেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এল সালভেদরের কংগ্রেসে বিটকয়েন বৈধতার ইস্যুতে ৮৪টি ভোট পড়ে। এর মধ্যে ৬২টি জন আইন প্রণেতা বিটকয়েন বৈধতার পক্ষে ভোট দেন।
বিটকয়েনকে বৈধতা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এল সালভেদরের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিটকয়েন নিয়ে এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বলেছিলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতির বাইরে থেকে যাওয়া হাজারো মানুষকে আর্থিকভাবে সংযুক্ত করা যাবে। এর মাধ্যমে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলেও আশা করছেন নায়িব বুকেল।
জানা গেছে, দেশটির শতকরা ৭০ ভাগ মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিট কয়েনকে বৈধতা দিয়ে তাঁদেরকেই অর্থনীতিতে যুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট বুকেলে।
এল সালভাদরের বিটকয়েন আইন অনুযায়ী, দেশটিতে কোনো পণ্য অথবা সেবা ক্রয় করার জন্য বিটকয়েন ব্যবহার করা যাবে। এ ছাড়া করও বিটকয়েনের মাধ্যমে আদায় করা যাবে। আগামী ৯০ দিনের মধ্যে এই আইন কার্যকর হবে।
বিটকয়েন একধরণের ভার্চুয়াল সম্পদ, সত্যিকারের অর্থনীতির সাথে যার সরাসরি কোন যুক্ততা নেই। গত কয়েকবছরে এই মুদ্রার দরে বড় ধরণের ওঠানামা হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
১২ মিনিট আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে