
ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাঁর বিরুদ্ধে ভুয়া অডিও ছড়ানোর নতুন খেলায় নেমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান স্থানীয় সময় আজ শনিবার ইমরান খান এই কথা বলেন। এ ধরনের কাজে পিএমএল-এন বিশেষজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ পাঞ্জাবের মিয়ানওয়ালি শহরে এক শোভাযাত্রায় ইমরান খান বলেন, ‘মরিয়ম নওয়াজ এই সমস্ত নকল অডিও তৈরি করিয়েছেন। তবে মনে রাখবেন—আজকাল এ ধরনের ডিপফেক ভিডিওগুলো করা কঠিন নয় এবং আমরাও এটি করতে পারি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের ‘কথিত তৃতীয় অডিও রেকর্ডিং’ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইমরান খানের পক্ষ থেকে এই তথ্য দাবি করা হলো। ওই ওডিওতে পিটিআইপ্রধানকে সংসদে ঘোড়া-বাণিজ্যের বিষয়ে কথা বলার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। চতুর্থ আরেকটি ক্লিপও কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে তাঁকে পিটিআই নেতা আসাদ উমর ও শিরিন মাজারির সঙ্গে সাইফার নিয়ে আলোচনা করতে শোনা যায়।
এদিকে, পিটিআই এবং পিএমএল-এন নেতাদের বেশ কয়েকটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। যা জনসাধারণের সামনে প্রকাশিত হওয়ার কথা নয়। পূর্ববর্তী অডিও ক্লিপগুলোতে পিটিআইপ্রধান ও তাঁর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, মুখ্য সচিবের মধ্যে সাইফার বিষয়ে ‘কথিত কথোপকথন’ দেখানো হয়েছে। যেগুলোকে ইমরান খান দীর্ঘদিন ধরে তাঁকে পদ থেকে অপসারণের জন্য একটি ‘বিদেশি ষড়যন্ত্র’-এর প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন।
এর আগে, গত মাসেই আরও কিছু অডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথোপকথন ছিল। ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অনেকেই। অডিও ক্লিপগুলো ফাঁস হওয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে।

ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তাঁর বিরুদ্ধে ভুয়া অডিও ছড়ানোর নতুন খেলায় নেমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান স্থানীয় সময় আজ শনিবার ইমরান খান এই কথা বলেন। এ ধরনের কাজে পিএমএল-এন বিশেষজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ পাঞ্জাবের মিয়ানওয়ালি শহরে এক শোভাযাত্রায় ইমরান খান বলেন, ‘মরিয়ম নওয়াজ এই সমস্ত নকল অডিও তৈরি করিয়েছেন। তবে মনে রাখবেন—আজকাল এ ধরনের ডিপফেক ভিডিওগুলো করা কঠিন নয় এবং আমরাও এটি করতে পারি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের ‘কথিত তৃতীয় অডিও রেকর্ডিং’ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইমরান খানের পক্ষ থেকে এই তথ্য দাবি করা হলো। ওই ওডিওতে পিটিআইপ্রধানকে সংসদে ঘোড়া-বাণিজ্যের বিষয়ে কথা বলার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। চতুর্থ আরেকটি ক্লিপও কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যেখানে তাঁকে পিটিআই নেতা আসাদ উমর ও শিরিন মাজারির সঙ্গে সাইফার নিয়ে আলোচনা করতে শোনা যায়।
এদিকে, পিটিআই এবং পিএমএল-এন নেতাদের বেশ কয়েকটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। যা জনসাধারণের সামনে প্রকাশিত হওয়ার কথা নয়। পূর্ববর্তী অডিও ক্লিপগুলোতে পিটিআইপ্রধান ও তাঁর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, মুখ্য সচিবের মধ্যে সাইফার বিষয়ে ‘কথিত কথোপকথন’ দেখানো হয়েছে। যেগুলোকে ইমরান খান দীর্ঘদিন ধরে তাঁকে পদ থেকে অপসারণের জন্য একটি ‘বিদেশি ষড়যন্ত্র’-এর প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন।
এর আগে, গত মাসেই আরও কিছু অডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথোপকথন ছিল। ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হলো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অনেকেই। অডিও ক্লিপগুলো ফাঁস হওয়ায় দেশটির জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের দেখা দিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৩ ঘণ্টা আগে