
পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সন্ত্রাসী ও দুই সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে। সন্ত্রাসীদের ধরার জন্য সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানজুড়ে প্রায়ই হামলা চালাচ্ছে। গত এপ্রিলে বেলুচিস্তানের কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় চার সেনাসদস্য নিহত হন।
তারও আগে গত ১০ মার্চ উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ৪ মার্চের এক অভিযানে ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর মাস ছিল এ বছরের জানুয়ারি। শুধু এ মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৩৪ জন প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সন্ত্রাসী ও দুই সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে। সন্ত্রাসীদের ধরার জন্য সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানজুড়ে প্রায়ই হামলা চালাচ্ছে। গত এপ্রিলে বেলুচিস্তানের কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় চার সেনাসদস্য নিহত হন।
তারও আগে গত ১০ মার্চ উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ৪ মার্চের এক অভিযানে ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর মাস ছিল এ বছরের জানুয়ারি। শুধু এ মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৩৪ জন প্রাণ হারিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৫ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে