
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
১১ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
৩২ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৫ ঘণ্টা আগে