
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
১ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
২ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৫ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে