
আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।
ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।

আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।
ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১৬ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে