
আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।
ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।

আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।
ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১৮ মিনিট আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে