
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার পরামর্শে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরান খান তাঁর সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভির উপস্থিতিতে সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে সেনাপ্রধান বাজওয়া ইমরানকে বলেছিলেন, যদি নির্বাচন চান, তাহলে আপনার প্রাদেশিক সংসদগুলো ভেঙে দিন।
কিন্তু পরবর্তী সময়ে জেনারেল বাজওয়া তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি আরও বলেন, ‘ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান পরে আমাকে বলেছিলেন যে শাহবাজ শরিফকে ক্ষমতায় আনতে চান বাজওয়া। এমনকি গত বছর মধ্যপ্রাচ্যের একজন নেতাও আমাকে বলেছিলেন, বাজওয়া আর আপনার সঙ্গে নেই।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।
ইমরান খান অভিযোগ করে বলেন, ‘জেনারেল বাজওয়া ও গোয়েন্দা সংস্থা জানত যে বর্তমান শাসকেরা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছেন। এটি জানার পরেও জেনারেল বাজওয়া তাঁদের এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স বা জাতীয় পুনর্মিলন অধ্যাদেশ) দিতে ইচ্ছুক ছিলেন। কারও যদি ন্যূনতম আদর্শ থাকে, তবে তিনি এই মানুষদের এনআরও দিতে পারেন না।’
সাক্ষাৎকারে ইমরান খান জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগামী জুলাই মাসে নির্বাচন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার পরামর্শে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরান খান তাঁর সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভির উপস্থিতিতে সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে সেনাপ্রধান বাজওয়া ইমরানকে বলেছিলেন, যদি নির্বাচন চান, তাহলে আপনার প্রাদেশিক সংসদগুলো ভেঙে দিন।
কিন্তু পরবর্তী সময়ে জেনারেল বাজওয়া তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি আরও বলেন, ‘ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান পরে আমাকে বলেছিলেন যে শাহবাজ শরিফকে ক্ষমতায় আনতে চান বাজওয়া। এমনকি গত বছর মধ্যপ্রাচ্যের একজন নেতাও আমাকে বলেছিলেন, বাজওয়া আর আপনার সঙ্গে নেই।’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান।
ইমরান খান অভিযোগ করে বলেন, ‘জেনারেল বাজওয়া ও গোয়েন্দা সংস্থা জানত যে বর্তমান শাসকেরা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছেন। এটি জানার পরেও জেনারেল বাজওয়া তাঁদের এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স বা জাতীয় পুনর্মিলন অধ্যাদেশ) দিতে ইচ্ছুক ছিলেন। কারও যদি ন্যূনতম আদর্শ থাকে, তবে তিনি এই মানুষদের এনআরও দিতে পারেন না।’
সাক্ষাৎকারে ইমরান খান জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগামী জুলাই মাসে নির্বাচন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২০ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে