
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৪ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে