
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’
ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।
ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।
মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে