
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানি ব্যবসায়ীর মেয়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ওই ব্যবসায়ী তাঁর মেয়ের ওজনের সমান স্বর্ণ যৌতুক দিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি বিশাল দাঁড়িপাল্লার একপাশে কনেকে তুলে দিয়ে ওপর পাশে স্বর্ণ ওজন করা হচ্ছে!
পাকিস্তান ও ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের শুরুর দিকে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পাকিস্তানি ওই বিজনেস টাইকুন সেখানেই ব্যবসা করেন। অবশ্য ব্যবসায়ীর নাম এবং বিয়ের তারিখ কেউ বলতে পারেনি।
একাধিক অসমর্থিত সূত্র বলছে, যৌতুক হিসেবে কনের ওজনের সমান অর্থাৎ ৬৯ থেকে ৭০ কেজি স্বর্ণ দেওয়া হয়েছে।
পাকিস্তানি একটি গণমাধ্যম দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠান পাকিস্তান ও দুবাই উভয়স্থানেই হয়েছে। সম্প্রতি দুবাইয়ে নববিবাহিত দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়।
অবশ্য বিয়েতে যৌতুক দেওয়া এবং বিপুল অর্থ খরচ করার চল ভারতীয় উপমহাদেশে অনেক পুরোনো ঐতিহ্য। আকাশ–পাতাল আয় বৈষম্য এবং চরম অর্থনৈতিক সংকটও বিত্তশালীদের এ ধরনের আয়োজন থেকে বিরত রাখতে পারে না।
মূলত বলিউডের ‘যোধা আকবর’ সিনেমার অনুকরণে এমন আয়োজন করা হয়েছিল। মুগল বাদশাহ জালাল–উদ–দীন আকবর ছেলের জন্মদিনে তার সমান ওজনের স্বর্ণ উপহার দিয়েছিলেন।
আজকাল বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে একটু সৃজনশীলতা যোগ করতে গিয়ে এমন বিলাসিতা অনেককেই করতে দেখা যাচ্ছে। সিনেমা, টেলিভিশন শো আর সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ছে সাধারণ মানুষের নানা উদ্যাপনেও।
পাকিস্তান বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে। বৈদেশিক মুদ্রার সংস্থান করতে হিমশিম খাচ্ছে পাকিস্তান সরকার। আমদানি ব্যয় কমাতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য ছাড়া আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি মন্ত্রিসভার সদস্যদেরও বেতন ভাতা কমানোর চিন্তাভাবনা চলছে।
এই সময়ে দুবাইয়ে এমন আয়োজন, অধিকাংশ মানুষ মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানি ব্যবসায়ীর মেয়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ওই ব্যবসায়ী তাঁর মেয়ের ওজনের সমান স্বর্ণ যৌতুক দিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি বিশাল দাঁড়িপাল্লার একপাশে কনেকে তুলে দিয়ে ওপর পাশে স্বর্ণ ওজন করা হচ্ছে!
পাকিস্তান ও ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের শুরুর দিকে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পাকিস্তানি ওই বিজনেস টাইকুন সেখানেই ব্যবসা করেন। অবশ্য ব্যবসায়ীর নাম এবং বিয়ের তারিখ কেউ বলতে পারেনি।
একাধিক অসমর্থিত সূত্র বলছে, যৌতুক হিসেবে কনের ওজনের সমান অর্থাৎ ৬৯ থেকে ৭০ কেজি স্বর্ণ দেওয়া হয়েছে।
পাকিস্তানি একটি গণমাধ্যম দাবি করেছে, ওই বিয়ের অনুষ্ঠান পাকিস্তান ও দুবাই উভয়স্থানেই হয়েছে। সম্প্রতি দুবাইয়ে নববিবাহিত দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়।
অবশ্য বিয়েতে যৌতুক দেওয়া এবং বিপুল অর্থ খরচ করার চল ভারতীয় উপমহাদেশে অনেক পুরোনো ঐতিহ্য। আকাশ–পাতাল আয় বৈষম্য এবং চরম অর্থনৈতিক সংকটও বিত্তশালীদের এ ধরনের আয়োজন থেকে বিরত রাখতে পারে না।
মূলত বলিউডের ‘যোধা আকবর’ সিনেমার অনুকরণে এমন আয়োজন করা হয়েছিল। মুগল বাদশাহ জালাল–উদ–দীন আকবর ছেলের জন্মদিনে তার সমান ওজনের স্বর্ণ উপহার দিয়েছিলেন।
আজকাল বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে একটু সৃজনশীলতা যোগ করতে গিয়ে এমন বিলাসিতা অনেককেই করতে দেখা যাচ্ছে। সিনেমা, টেলিভিশন শো আর সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ছে সাধারণ মানুষের নানা উদ্যাপনেও।
পাকিস্তান বর্তমান ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে। বৈদেশিক মুদ্রার সংস্থান করতে হিমশিম খাচ্ছে পাকিস্তান সরকার। আমদানি ব্যয় কমাতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ পণ্য ছাড়া আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি মন্ত্রিসভার সদস্যদেরও বেতন ভাতা কমানোর চিন্তাভাবনা চলছে।
এই সময়ে দুবাইয়ে এমন আয়োজন, অধিকাংশ মানুষ মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৪ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে