
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ‘হাকিকি আজাদি’ লং মার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি পিটিআইয়ের একজন কর্মী। তিনি ওয়াজিরাবাদেরই বাসিন্দা। তিনি ঘটনার সময় ইমরান খানের গাড়িবহরকে স্বাগত জানাতে ইমরানকে বহনকারী গাড়ির কাছেই অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, এক হামলাকারীকে তাঁরা আটক করে হেফাজতে নিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ইমরান খান, দেশটির জাতীয় পরিষদের সিনেটর ফয়সাল জাভেদসহ সব মিলিয়ে সাতজন রয়েছেন। তবে পিটিআই জানিয়েছে ইমরান খান শঙ্কামুক্ত। একই সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জন—ওমর মায়ার, ফয়সাল জাভেদ এবং দলটির আরেক কর্মী—শঙ্কামুক্ত। তবে বাকি ৪ জন আহত ব্যক্তির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
অপরদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ‘হাকিকি আজাদি’ লং মার্চে বন্দুকধারীদের হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। দেশটির পাঞ্জাব প্রদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি পিটিআইয়ের একজন কর্মী। তিনি ওয়াজিরাবাদেরই বাসিন্দা। তিনি ঘটনার সময় ইমরান খানের গাড়িবহরকে স্বাগত জানাতে ইমরানকে বহনকারী গাড়ির কাছেই অবস্থান করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, এক হামলাকারীকে তাঁরা আটক করে হেফাজতে নিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ইমরান খান, দেশটির জাতীয় পরিষদের সিনেটর ফয়সাল জাভেদসহ সব মিলিয়ে সাতজন রয়েছেন। তবে পিটিআই জানিয়েছে ইমরান খান শঙ্কামুক্ত। একই সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জন—ওমর মায়ার, ফয়সাল জাভেদ এবং দলটির আরেক কর্মী—শঙ্কামুক্ত। তবে বাকি ৪ জন আহত ব্যক্তির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
অপরদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে