
অবশেষে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগের অসম্মতি সত্ত্বেও গতকাল বুধবার রাতে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করার জন্য একটি নতুন সুপারিশপত্রে তিনি স্বাক্ষর করেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবেশনটি বসবে।
পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার জাতীয় পরিষদ সচিবালয়ের এক নোটিশে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল। পরে সেদিন রাতেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পাঠানো দ্বিতীয় সুপারিশপত্রে স্বাক্ষর করে প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে সংসদের নবনির্বাচিত নিম্নকক্ষের প্রথম অধিবেশন আহ্বান করেন।
প্রথমে অধিবেশন আহ্বানের ব্যাপারে অস্বীকৃতি জানালেও চলমান জল্পনাকল্পনা ও বিতর্কের অবসান ঘটাতে প্রেসিডেন্ট আলভি জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে তাঁর সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেছেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সে অনুযায়ী, জাতীয় পরিষদের সেক্রেটারি তাহির হুসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় যে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কার সংবিধানের ৯১ (২) অনুচ্ছেদের অধীনে ২৯ ফেব্রুয়ারি অধিবেশনের জন্য অনুমোদন দিয়েছেন। সংসদবিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর অধিবেশন আহ্বানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আলভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী অবস্থায় থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন পেতে এসআইসিতে যোগ দিয়েছিলেন।
অবশেষে প্রেসিডেন্ট আলভি পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঠিক করা হবে।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে। পিএমএল-এন ও পিপিপির সমঝোতা অনুযায়ী পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। সমঝোতার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী দেওয়ার কথা।

অবশেষে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আগের অসম্মতি সত্ত্বেও গতকাল বুধবার রাতে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করার জন্য একটি নতুন সুপারিশপত্রে তিনি স্বাক্ষর করেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অধিবেশনটি বসবে।
পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার জাতীয় পরিষদ সচিবালয়ের এক নোটিশে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল। পরে সেদিন রাতেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পাঠানো দ্বিতীয় সুপারিশপত্রে স্বাক্ষর করে প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে সংসদের নবনির্বাচিত নিম্নকক্ষের প্রথম অধিবেশন আহ্বান করেন।
প্রথমে অধিবেশন আহ্বানের ব্যাপারে অস্বীকৃতি জানালেও চলমান জল্পনাকল্পনা ও বিতর্কের অবসান ঘটাতে প্রেসিডেন্ট আলভি জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে তাঁর সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেছেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সে অনুযায়ী, জাতীয় পরিষদের সেক্রেটারি তাহির হুসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় যে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাক্কার সংবিধানের ৯১ (২) অনুচ্ছেদের অধীনে ২৯ ফেব্রুয়ারি অধিবেশনের জন্য অনুমোদন দিয়েছেন। সংসদবিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর অধিবেশন আহ্বানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আলভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী অবস্থায় থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন পেতে এসআইসিতে যোগ দিয়েছিলেন।
অবশেষে প্রেসিডেন্ট আলভি পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঠিক করা হবে।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে। পিএমএল-এন ও পিপিপির সমঝোতা অনুযায়ী পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। সমঝোতার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী দেওয়ার কথা।

মিয়ানমারে জান্তা সরকার আয়োজিত তথাকথিত জাতীয় নির্বাচন গত ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। এই নির্বাচনের পর দেশজুড়ে জান্তাবিরোধী হামলা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য রাখাইনের রাজধানী সিতওয়ে এবং উপকূলীয় শহর কায়াকফিউতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।
১৭ মিনিট আগে
তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ। দেশটির কিছু এলাকায় ভয়াবহ মাত্রার দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক বলেছেন, এটি ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর থেকে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
৪৪ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। এ সময় তিনি রসিকতার ছলে চেচেন নেতা রমজান কাদিরভের পরিণতি যেন বন্দী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিদলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ‘সবুজসংকেত’ দিয়েছেন। প্রভাবশালী ডিফেন্স হক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো মস্কোর বাণিজ্যিক অংশীদারদের দণ্ড প্রদান করা
৪ ঘণ্টা আগে