Ajker Patrika

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, ১৭ জন নিহত, আহত ৮৩ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬: ০১
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, ১৭ জন নিহত, আহত ৮৩ 

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৮৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘৮৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

বিস্ফোরণকবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 

মসজিদটিতে আগে থেকেই বোমা রাখা ছিল নাকি এটি কোনো আত্মঘাতী হামলা, তা এখনো জানা যায়নি। পুলিশ ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। 

এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে এ রকম বড় ধরনের আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত