
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে আরেকটি তোশাখানা মামলা দায়ের করা হয়েছে। দেশটির দুর্নীতি দমনকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি বা ন্যাব) আজ মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতে এই মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে অনিয়মের অভিযোগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ন্যাবের দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান। মহসিন হারুন এই মামলার তদন্ত কর্মকর্তা এবং ওয়াকার হাসান এই মামলার তত্ত্বাবধায়ক।
মামলার নথি অনুসারে, ইমরান খান ও তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলাটি দায়ের করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতের রেজিস্ট্রার বিভাগ এই মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে পাঠাবে।
ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত ১৩ জুলাই ইমরান খান ও তাঁর স্ত্রীকে ইদ্দত মামলায় খালাস দেওয়ার পরপরই নতুন তোশাখানা মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মাত্র এক দিন আগেই আরেকটি তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে আরেকটি তোশাখানা মামলা দায়ের করা হয়েছে। দেশটির দুর্নীতি দমনকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি বা ন্যাব) আজ মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতে এই মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে অনিয়মের অভিযোগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ন্যাবের দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান। মহসিন হারুন এই মামলার তদন্ত কর্মকর্তা এবং ওয়াকার হাসান এই মামলার তত্ত্বাবধায়ক।
মামলার নথি অনুসারে, ইমরান খান ও তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলাটি দায়ের করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতের রেজিস্ট্রার বিভাগ এই মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে পাঠাবে।
ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত ১৩ জুলাই ইমরান খান ও তাঁর স্ত্রীকে ইদ্দত মামলায় খালাস দেওয়ার পরপরই নতুন তোশাখানা মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মাত্র এক দিন আগেই আরেকটি তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২১ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে