
জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।
রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের।

জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।
রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৭ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে