
ইমরান খানের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ দেখতে চাইলে বিরোধী দলগুলোকে ‘ইন ক্যামেরা সেশন’ বা গোপন মিটিংয়ের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। শনিবার পুনরায় শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে তাঁর বক্তৃতায় তিনি এই প্রস্তাব দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পার্লামেন্টে তাঁর অসমাপ্ত বক্তৃতা পুনরায় শুরু করে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, বিরোধীদের যদি কোনো সন্দেহ থাকে তবে বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে তাঁরা ‘ইন ক্যামেরা সেশনে’ আসতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘আসুন একটি ইন-ক্যামেরা সেশনে যাই এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে হাউসে এসে এই বিষয়ে কথা বলতে দিন।’
এ সময় কোরেশি পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, ‘পাকিস্তানে “শাসন পরিবর্তনের নির্লজ্জ প্রচেষ্টা” চালানো হয়েছে।’
আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।

ইমরান খানের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ দেখতে চাইলে বিরোধী দলগুলোকে ‘ইন ক্যামেরা সেশন’ বা গোপন মিটিংয়ের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। শনিবার পুনরায় শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে তাঁর বক্তৃতায় তিনি এই প্রস্তাব দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পার্লামেন্টে তাঁর অসমাপ্ত বক্তৃতা পুনরায় শুরু করে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, বিরোধীদের যদি কোনো সন্দেহ থাকে তবে বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে তাঁরা ‘ইন ক্যামেরা সেশনে’ আসতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘আসুন একটি ইন-ক্যামেরা সেশনে যাই এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে হাউসে এসে এই বিষয়ে কথা বলতে দিন।’
এ সময় কোরেশি পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, ‘পাকিস্তানে “শাসন পরিবর্তনের নির্লজ্জ প্রচেষ্টা” চালানো হয়েছে।’
আবারও শুরু হয়েছে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন। শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়।
এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান।
অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৭ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে