
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করেছে।’ পিটিআইয়ের আইনজীবীরা এ সময় নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা দুর্নীতির মামলায় সংস্থাটিরই সাবেক চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। আল-কাদির ট্রাস্টকে ঘিরে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার হয়।
একটি কালো টয়োটা হাইলাক্স ভিগো গাড়িতে ইমরান খানকে তুলে নিয়ে রাওয়ালপিন্ডি ন্যাব কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। এই সব ঘটনার কথা স্বীকার করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করে জোর করে ইমরানকে তুলে নিয়ে গেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী। তাঁর আইনজীবী ফয়সাল চৌধুরীরও হামলার শিকার হয়েছেন।
তবে পিটিআইয়ের আরেক নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করে বলেছেন, ইমরান খানকে আদালতের ভেতর থেকে আধাসামরিক বাহিনী ‘তুলে নিয়ে গেছে’। দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে...তারা খান সাহেবকে মারছে।’
পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও ইমরানের আইনজীবীর ভিডিও শেয়ার করে বলেছে, তিনি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ‘মারাত্মকভাবে আহত’ হয়েছেন।
এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারা ইমরানের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে আজ মঙ্গলবার বিকেলে আধা সামরিক বাহিনী ইমরান খানকে গ্রেপ্তার করেছে।’ পিটিআইয়ের আইনজীবীরা এ সময় নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা দুর্নীতির মামলায় সংস্থাটিরই সাবেক চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। আল-কাদির ট্রাস্টকে ঘিরে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার হয়।
একটি কালো টয়োটা হাইলাক্স ভিগো গাড়িতে ইমরান খানকে তুলে নিয়ে রাওয়ালপিন্ডি ন্যাব কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। এই সব ঘটনার কথা স্বীকার করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করে জোর করে ইমরানকে তুলে নিয়ে গেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী। তাঁর আইনজীবী ফয়সাল চৌধুরীরও হামলার শিকার হয়েছেন।
তবে পিটিআইয়ের আরেক নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করে বলেছেন, ইমরান খানকে আদালতের ভেতর থেকে আধাসামরিক বাহিনী ‘তুলে নিয়ে গেছে’। দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এখন ইমরান খানকে নির্যাতন করছে...তারা খান সাহেবকে মারছে।’
পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও ইমরানের আইনজীবীর ভিডিও শেয়ার করে বলেছে, তিনি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ‘মারাত্মকভাবে আহত’ হয়েছেন।
এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারা ইমরানের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৭ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে