
ক্ষমতা হারানোর জন্য বিদেশি ষড়যন্ত্রকে আবারও দায়ী করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, অনাস্থা ভোটের প্রস্তাবের ম্যাচটি ফিক্সড ছিল। আর এটি তিনি জানতেন। গতকাল শনিবার করাচিতে এক র্যালিতে অংশ নিয়ে ইমরান খান এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
র্যালিতে ইমরান খান বলেন, ‘করাচির বাসিন্দারা, আমি কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ সমস্যাটি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি চাই আপনারা মনোযোগসহকারে শুনুন।’
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমি জাতিকে বলতে চাই, আমি কখনো কোনো দেশের বিরুদ্ধে ছিলাম না। আমি ভারত, ইউরোপ বা মার্কিনবিরোধী নই। আমি বিশ্বের মানবতার সঙ্গে আছি। আমি কোনো জাতির বিরুদ্ধে নই। সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারও দাসত্ব চাই না।’
ইমরান দাবি করেন, যারা তাঁর দল ছেড়েছেন, তাঁরা গত তিন-চার মাস ধরে ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে কিছু সাংবাদিক মার্কিন দূতাবাসে বৈঠক করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিক জানিয়েছেন যে তাঁদের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এইভাবে ষড়যন্ত্রটি চলছিল এবং তারপর আমাদের মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করেন।’
ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে ইমরান বলেন, ‘আমি জানতাম অনাস্থা ভোটের ম্যাচ ফিক্সড ছিল। মধ্যরাতে আদালত খোলার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।’
ভাষণের শেষে ইমরান খান তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সমালোচনা করে বলেন, তাঁর বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে বেশ কয়েকটি দুর্নীতির মামলা রয়েছে।

ক্ষমতা হারানোর জন্য বিদেশি ষড়যন্ত্রকে আবারও দায়ী করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি, অনাস্থা ভোটের প্রস্তাবের ম্যাচটি ফিক্সড ছিল। আর এটি তিনি জানতেন। গতকাল শনিবার করাচিতে এক র্যালিতে অংশ নিয়ে ইমরান খান এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দেশটির পেশোয়ার শহরে বিশাল একটি জনসমাবেশের আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
র্যালিতে ইমরান খান বলেন, ‘করাচির বাসিন্দারা, আমি কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ সমস্যাটি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি চাই আপনারা মনোযোগসহকারে শুনুন।’
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বলেন, ‘আমি জাতিকে বলতে চাই, আমি কখনো কোনো দেশের বিরুদ্ধে ছিলাম না। আমি ভারত, ইউরোপ বা মার্কিনবিরোধী নই। আমি বিশ্বের মানবতার সঙ্গে আছি। আমি কোনো জাতির বিরুদ্ধে নই। সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারও দাসত্ব চাই না।’
ইমরান দাবি করেন, যারা তাঁর দল ছেড়েছেন, তাঁরা গত তিন-চার মাস ধরে ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে কিছু সাংবাদিক মার্কিন দূতাবাসে বৈঠক করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিক জানিয়েছেন যে তাঁদের পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এইভাবে ষড়যন্ত্রটি চলছিল এবং তারপর আমাদের মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে সাক্ষাৎ করেন।’
ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে ইমরান বলেন, ‘আমি জানতাম অনাস্থা ভোটের ম্যাচ ফিক্সড ছিল। মধ্যরাতে আদালত খোলার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।’
ভাষণের শেষে ইমরান খান তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সমালোচনা করে বলেন, তাঁর বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে বেশ কয়েকটি দুর্নীতির মামলা রয়েছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৯ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৯ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৯ ঘণ্টা আগে