
পাকিস্তানের জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) সর্বাধিক সংখ্যক আসনে একযোগে জিতে নতুন ইতিহাস গড়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির জাতীয় পরিষদের ৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে ইমরান খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ আসনের মধ্যে ৬টি আসনই ইমরান খান এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ব্যাগে যাওয়ায় দলটির জন্য একটি দারুণ মুহূর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনেও এগিয়ে পিটিআই। তিন আসনের উপনির্বাচনে একটি পেয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ। বাকি দুটি গেছে ইমরান খানের পিটিআইয়ের দখলে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৮ আসনের উপ নির্বাচনে ইমরান খান লড়েছিলেন মোট ৭টি আসনে। এর মধ্যে ৭টা আসনেই জয় লাভ করেন তিনি। কেবল জাতীয় পরিষদের ২৩৭ নম্বর আসন মালিরে পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রার্থী হাকিম বালুচের কাছে হেরেছেন।
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও ইমরান একযোগে পাঁচটি আসনে জয় পেয়েছিলেন। এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের আগে পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো একসঙ্গে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৪টি আসনে বিজয়ী হয়েছিলেন ও হেরেছিলেন একটিতে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরানের প্রধানমন্ত্রিত্ব চলে যায় ও পতন হয় সরকারের। সেসময় পিটিআই সংসদ সদস্যরা পদত্যাগ করায় জাতীয় পরিষদের আসনগুলো শূন্য হয়েছিল।

পাকিস্তানের জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) সর্বাধিক সংখ্যক আসনে একযোগে জিতে নতুন ইতিহাস গড়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির জাতীয় পরিষদের ৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে ইমরান খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ আসনের মধ্যে ৬টি আসনই ইমরান খান এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ব্যাগে যাওয়ায় দলটির জন্য একটি দারুণ মুহূর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনেও এগিয়ে পিটিআই। তিন আসনের উপনির্বাচনে একটি পেয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ। বাকি দুটি গেছে ইমরান খানের পিটিআইয়ের দখলে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৮ আসনের উপ নির্বাচনে ইমরান খান লড়েছিলেন মোট ৭টি আসনে। এর মধ্যে ৭টা আসনেই জয় লাভ করেন তিনি। কেবল জাতীয় পরিষদের ২৩৭ নম্বর আসন মালিরে পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রার্থী হাকিম বালুচের কাছে হেরেছেন।
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও ইমরান একযোগে পাঁচটি আসনে জয় পেয়েছিলেন। এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের আগে পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো একসঙ্গে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৪টি আসনে বিজয়ী হয়েছিলেন ও হেরেছিলেন একটিতে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরানের প্রধানমন্ত্রিত্ব চলে যায় ও পতন হয় সরকারের। সেসময় পিটিআই সংসদ সদস্যরা পদত্যাগ করায় জাতীয় পরিষদের আসনগুলো শূন্য হয়েছিল।

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৪ ঘণ্টা আগে