আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সুযোগকে পাকিস্তানের জনগণের জন্য ‘উপহার’ বলে উল্লেখ করে শাহবাজ শরিফ বেলারুশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ বেলারুশের অর্থনীতিতে অবদান রাখবে এবং পাকিস্তানি যুবকদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক মান এবং জাতীয় স্বীকৃতি উভয় ক্ষেত্রেই যোগ্য পাকিস্তানি কর্মীরা বেলারুশের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
শাহবাজ বেলারুশের লুকাশেঙ্কোর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করছেন। এর আগে, গত বছরের নভেম্বরে লুকাশেঙ্কো পাকিস্তান সফর করেছিলেন। সে সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০১৫-১৬ সালে লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ যাত্রার ভিত্তি স্থাপন করেছিল। তিনি কৃষি ক্ষেত্রে বেলারুশের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান একটি কৃষিপ্রধান দেশ এবং ৬৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এই খাতে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাদের হেক্টরপ্রতি ফলন বাড়াতে আপনার দক্ষতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে পাকিস্তান ও বেলারুশের কোম্পানিগুলোর জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে।’
প্রধানমন্ত্রী শাহবাজ খনি শিল্পের জন্য সরঞ্জাম তৈরিতে বেলারুশের দক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য ট্রিলিয়ন ডলার এবং উভয় দেশ এই খাতে বড় অংশীদার হতে পারে।’
বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কো বলেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘বেলারুশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।’
পাকিস্তান ও বেলারুশ প্রতিরক্ষা, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুই নেতা নিজ নিজ দেশের মন্ত্রীদের মধ্যে পূর্বে স্বাক্ষরিত নথি বিনিময় প্রত্যক্ষ করেন।

পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সুযোগকে পাকিস্তানের জনগণের জন্য ‘উপহার’ বলে উল্লেখ করে শাহবাজ শরিফ বেলারুশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ বেলারুশের অর্থনীতিতে অবদান রাখবে এবং পাকিস্তানি যুবকদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক মান এবং জাতীয় স্বীকৃতি উভয় ক্ষেত্রেই যোগ্য পাকিস্তানি কর্মীরা বেলারুশের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
শাহবাজ বেলারুশের লুকাশেঙ্কোর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করছেন। এর আগে, গত বছরের নভেম্বরে লুকাশেঙ্কো পাকিস্তান সফর করেছিলেন। সে সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০১৫-১৬ সালে লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ যাত্রার ভিত্তি স্থাপন করেছিল। তিনি কৃষি ক্ষেত্রে বেলারুশের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান একটি কৃষিপ্রধান দেশ এবং ৬৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এই খাতে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাদের হেক্টরপ্রতি ফলন বাড়াতে আপনার দক্ষতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে পাকিস্তান ও বেলারুশের কোম্পানিগুলোর জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে।’
প্রধানমন্ত্রী শাহবাজ খনি শিল্পের জন্য সরঞ্জাম তৈরিতে বেলারুশের দক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য ট্রিলিয়ন ডলার এবং উভয় দেশ এই খাতে বড় অংশীদার হতে পারে।’
বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কো বলেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘বেলারুশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।’
পাকিস্তান ও বেলারুশ প্রতিরক্ষা, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুই নেতা নিজ নিজ দেশের মন্ত্রীদের মধ্যে পূর্বে স্বাক্ষরিত নথি বিনিময় প্রত্যক্ষ করেন।

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১১ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২২ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে