
পিএমএল–এন প্রধান নওয়াজ শরিফ তাঁর ভাই দলীয় সভাপতি শাহবাজ শরিফকেই প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। দলের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব পাকিস্তানের সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন।
এ ছাড়া পিএমএল–এন সিনিয়র সহ–সভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে বলে জানান তিনি।
মরিয়ম আওরঙ্গজেবের বক্তব্য অনুযায়ী, নওয়াজ শরিফ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে নেপথ্যে থেকে সহায়তা করার পাশাপাশি দলীয় বিষয়গুলো সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন।
জিও নিউজের সঙ্গে আলাপকালে মরিয়ম বলেন, ‘ভবিষ্যতে যে কোনো সরকারে ক্ষমতা ভাগাভাগি নিয়ে প্রতিটি রাজনৈতিক দলে কমিটি গঠন করা হচ্ছে।’
দলের নেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে বিলাওয়ালের সমর্থন দেওয়ার ঘোষণায় ধারণা করা হচ্ছিল নওয়াজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এটি হলে তিনি চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এখন জানা যাচ্ছে, তিনি ভাইকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন।
এদিকে পিপিপির কো–চেয়ারপারসন আসিফ আলি জারদারি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য প্রয়োজন। আর সেই ঐক্য প্রক্রিয়ায় ইমরান খানে পিটিআই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, ‘এটা এমন নয় যে, আমরা পিটিআইকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় থাকবে না। এটা উচিত এবং অন্য সব রাজনৈতিক শক্তির উচিত, আমাদের সঙ্গে কথা বলা। আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা এজেন্ডা অভিন্ন হওয়া উচিত। আমাদের সাধারণ স্বার্থগুলো নিয়ে এগিয়ে যাওয়া উচিত। শরিফ এবং অন্যদের সফল করতে সবার সহযোগিতা করা উচিত যাতে আমরা পাকিস্তানকে সফল করতে পারি।’
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বিলাওয়ালের ঘোষণাটি সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএল-এনের নওয়াজ শরিফ।

পিএমএল–এন প্রধান নওয়াজ শরিফ তাঁর ভাই দলীয় সভাপতি শাহবাজ শরিফকেই প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। দলের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব পাকিস্তানের সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন।
এ ছাড়া পিএমএল–এন সিনিয়র সহ–সভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে বলে জানান তিনি।
মরিয়ম আওরঙ্গজেবের বক্তব্য অনুযায়ী, নওয়াজ শরিফ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে নেপথ্যে থেকে সহায়তা করার পাশাপাশি দলীয় বিষয়গুলো সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন।
জিও নিউজের সঙ্গে আলাপকালে মরিয়ম বলেন, ‘ভবিষ্যতে যে কোনো সরকারে ক্ষমতা ভাগাভাগি নিয়ে প্রতিটি রাজনৈতিক দলে কমিটি গঠন করা হচ্ছে।’
দলের নেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে বিলাওয়ালের সমর্থন দেওয়ার ঘোষণায় ধারণা করা হচ্ছিল নওয়াজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এটি হলে তিনি চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। এখন জানা যাচ্ছে, তিনি ভাইকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন।
এদিকে পিপিপির কো–চেয়ারপারসন আসিফ আলি জারদারি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য প্রয়োজন। আর সেই ঐক্য প্রক্রিয়ায় ইমরান খানে পিটিআই অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, ‘এটা এমন নয় যে, আমরা পিটিআইকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় থাকবে না। এটা উচিত এবং অন্য সব রাজনৈতিক শক্তির উচিত, আমাদের সঙ্গে কথা বলা। আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা এজেন্ডা অভিন্ন হওয়া উচিত। আমাদের সাধারণ স্বার্থগুলো নিয়ে এগিয়ে যাওয়া উচিত। শরিফ এবং অন্যদের সফল করতে সবার সহযোগিতা করা উচিত যাতে আমরা পাকিস্তানকে সফল করতে পারি।’
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বিলাওয়ালের ঘোষণাটি সেই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। নওয়াজ শরিফের পিএমএল-এন জয় পেয়েছে ৭৫টি আসনে। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪টি আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন পিএমএল-এনের নওয়াজ শরিফ।

ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২৭ মিনিট আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
৩ ঘণ্টা আগে