
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’
পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কথিত ‘হস্তক্ষেপের’ জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিককে তলব করে ইসলামাবাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি ‘হুমকিমূলক চিঠি’ দিয়েছে পাকিস্তানকে। এই চিঠিকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপসারণের একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন। ইমরান খান বলেছিলেন, একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই চিঠির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে এনে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিকের হাতে। সেই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’
পিটিআই আরও জানায়, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে মার্কিন চিঠির ব্যাপারে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হওয়ার কথা ছিল গতকাল। তবে তা শুরু হয়নি। জাতীয় পরিষদের অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সেদিনই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। ইমরান খান দাবি করেছেন, তাঁর ওপরে আনীত অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো চিঠি পাঠায়নি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৫ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৫ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৮ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৯ ঘণ্টা আগে