আজকের পত্রিকা ডেস্ক

কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না পড়ে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকার আজ বৃহস্পতিবার জানিয়েছে, অঞ্চলটির সব ধর্মীয় মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত থেকে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামাবাদ দাবি করেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত শিগগির সামরিক পদক্ষেপ নিতে পারে। দিল্লির অভিযোগ, ওই পর্যটক হামলায় পাকিস্তানি নাগরিকেরা জড়িত এবং তাঁরা পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমাদ রয়টার্সকে জানান, নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, ভারতীয় বাহিনী মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র হিসেবে চিহ্নিত করে টার্গেট করতে পারে।
রয়টার্সের প্রাপ্ত একটি নোটিশে দেখা যায়, ৩০ এপ্রিলে জারি করা ওই নির্দেশনায় শুধু তাপপ্রবাহের কারণেই মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহমাদ বলেন, ‘আমরা এখন দুই রকমের উত্তাপের মুখোমুখি— একদিকে আবহাওয়ার, অন্যদিকে (ভারতের প্রধানমন্ত্রী) মোদির চাপ। তাই আতঙ্ক এড়াতে ভারতীয় হামলার আশঙ্কার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে ভারত কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে।
আহমাদ আরও বলেন, গতকাল বুধবার একটি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিরীহ শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্টের কার্যালয়ও জানিয়েছে, ‘সতর্কতামূলক কারণেই’ মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।
ধর্মবিষয়ক দপ্তরের তথ্যমতে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ৪৪৫টি, যেখানে ২৬ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
স্থানীয়ভাবে মাদ্রাসা নামে পরিচিত এই ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধর্মীয় সংগঠন দ্বারা পরিচালিত হয় এবং অনেক ক্ষেত্রেই নিয়মিত স্কুলের তুলনায় সস্তা বা বিনা মূল্যে শিক্ষা দিয়ে থাকে।
পাকিস্তান জানিয়েছে, ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের ‘কড়া’ জবাব দেওয়া হবে, যা পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে।
হিমালয় অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তান উভয়ই নিজেদের বলে দাবি করে, তবে বর্তমানে তারা এটিকে ভাগাভাগি করে শাসন করছে। এনিয়ে দুই দেশের মধ্যে দুটি যুদ্ধ এবং বহু ছোটখাটো সংঘর্ষ হয়েছে।
অনেক ভারতীয় কাশ্মীরি মুসলমান দীর্ঘদিন ধরে ভারতের কঠোর দমননীতি নিয়ে ক্ষুব্ধ। ১৯৮৯ সালে অঞ্চলটিতে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ শুরু হয়। এর জবাবে ভারত কাশ্মীরে বিপুল সেনা মোতায়েন করে এবং তারপর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তান কাশ্মীরে জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। পাকিস্তান তা অস্বীকার করে বলেছে, তারা কেবল নৈতিক ও কূটনৈতিক সহায়তা দেয়। মাদ্রাসাগুলো প্রায়ই যুবকদের ইসলামপন্থী উগ্রপন্থার দিকে প্ররোচিত করার অভিযোগে সমালোচিত।

কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না পড়ে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকার আজ বৃহস্পতিবার জানিয়েছে, অঞ্চলটির সব ধর্মীয় মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত থেকে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামাবাদ দাবি করেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত শিগগির সামরিক পদক্ষেপ নিতে পারে। দিল্লির অভিযোগ, ওই পর্যটক হামলায় পাকিস্তানি নাগরিকেরা জড়িত এবং তাঁরা পাকিস্তানভিত্তিক ইসলামপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমাদ রয়টার্সকে জানান, নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, ভারতীয় বাহিনী মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র হিসেবে চিহ্নিত করে টার্গেট করতে পারে।
রয়টার্সের প্রাপ্ত একটি নোটিশে দেখা যায়, ৩০ এপ্রিলে জারি করা ওই নির্দেশনায় শুধু তাপপ্রবাহের কারণেই মাদ্রাসাগুলো বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহমাদ বলেন, ‘আমরা এখন দুই রকমের উত্তাপের মুখোমুখি— একদিকে আবহাওয়ার, অন্যদিকে (ভারতের প্রধানমন্ত্রী) মোদির চাপ। তাই আতঙ্ক এড়াতে ভারতীয় হামলার আশঙ্কার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে অতীতে ভারত কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে।
আহমাদ আরও বলেন, গতকাল বুধবার একটি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিরীহ শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্টের কার্যালয়ও জানিয়েছে, ‘সতর্কতামূলক কারণেই’ মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।
ধর্মবিষয়ক দপ্তরের তথ্যমতে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ৪৪৫টি, যেখানে ২৬ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
স্থানীয়ভাবে মাদ্রাসা নামে পরিচিত এই ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধর্মীয় সংগঠন দ্বারা পরিচালিত হয় এবং অনেক ক্ষেত্রেই নিয়মিত স্কুলের তুলনায় সস্তা বা বিনা মূল্যে শিক্ষা দিয়ে থাকে।
পাকিস্তান জানিয়েছে, ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের ‘কড়া’ জবাব দেওয়া হবে, যা পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে।
হিমালয় অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তান উভয়ই নিজেদের বলে দাবি করে, তবে বর্তমানে তারা এটিকে ভাগাভাগি করে শাসন করছে। এনিয়ে দুই দেশের মধ্যে দুটি যুদ্ধ এবং বহু ছোটখাটো সংঘর্ষ হয়েছে।
অনেক ভারতীয় কাশ্মীরি মুসলমান দীর্ঘদিন ধরে ভারতের কঠোর দমননীতি নিয়ে ক্ষুব্ধ। ১৯৮৯ সালে অঞ্চলটিতে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ শুরু হয়। এর জবাবে ভারত কাশ্মীরে বিপুল সেনা মোতায়েন করে এবং তারপর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তান কাশ্মীরে জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। পাকিস্তান তা অস্বীকার করে বলেছে, তারা কেবল নৈতিক ও কূটনৈতিক সহায়তা দেয়। মাদ্রাসাগুলো প্রায়ই যুবকদের ইসলামপন্থী উগ্রপন্থার দিকে প্ররোচিত করার অভিযোগে সমালোচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে