
পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আজ রোববার বেশ কয়েকজন পর্যটককে বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গিলগিট-বালটিস্তানের দায়ামার জেলার থালাচি এলাকার কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দায়ামার জেলার সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আয়াজ নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনই নারী, বাকি দুজনের মধ্যে একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি জানিয়েছেন, বাসটি গিলগিট থেকে লাহোর যাচ্ছিল।
মোহাম্মদ আয়াজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। গাড়িটিতে মোট ১৮ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশও দিয়েছেন শাহবাজ।
এর আগে, চলতি মাসেই গিলগিট-বালটিস্তানের হানজা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন নিহত এবং ১৩ জন আহত হন। পর্যটকবাহী একটি বাস সড়কের পাশের একটি পর্বতে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আজ রোববার বেশ কয়েকজন পর্যটককে বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গিলগিট-বালটিস্তানের দায়ামার জেলার থালাচি এলাকার কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দায়ামার জেলার সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আয়াজ নিহত এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনই নারী, বাকি দুজনের মধ্যে একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি জানিয়েছেন, বাসটি গিলগিট থেকে লাহোর যাচ্ছিল।
মোহাম্মদ আয়াজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। গাড়িটিতে মোট ১৮ জন যাত্রী ছিল বলেও জানান তিনি।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশও দিয়েছেন শাহবাজ।
এর আগে, চলতি মাসেই গিলগিট-বালটিস্তানের হানজা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন নিহত এবং ১৩ জন আহত হন। পর্যটকবাহী একটি বাস সড়কের পাশের একটি পর্বতে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে