
কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রধান ইমরান খান। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান তিনি।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই গ্রেপ্তার করা হয়। একই মামলায় জামিন চাইতে তিনি আজ আদালতে হাজির হয়েছেন।
টেলিভিশনে ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তার মাঝে ইমরান খানকে আদালতে হাজিরা করা হয়। আদালতের প্রাঙ্গণে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন রয়েছে। আদালতের বাইরে অনেক আইনজীবী পিটিআইর প্রধানের প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দিচ্ছেন।
এর আগে গতকাল দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেন। পাশাপাশি তাঁকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন ইমরান খান। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে পারেন। সমাবেশটির ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত।

কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রধান ইমরান খান। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান তিনি।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই গ্রেপ্তার করা হয়। একই মামলায় জামিন চাইতে তিনি আজ আদালতে হাজির হয়েছেন।
টেলিভিশনে ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তার মাঝে ইমরান খানকে আদালতে হাজিরা করা হয়। আদালতের প্রাঙ্গণে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন রয়েছে। আদালতের বাইরে অনেক আইনজীবী পিটিআইর প্রধানের প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দিচ্ছেন।
এর আগে গতকাল দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেন। পাশাপাশি তাঁকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন ইমরান খান। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে পারেন। সমাবেশটির ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২৭ মিনিট আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৬ ঘণ্টা আগে