Ajker Patrika

জামিন চাইতে আদালতে ইমরান খান

আপডেট : ১২ মে ২০২৩, ১৪: ৫০
জামিন চাইতে আদালতে ইমরান খান

কড়া নিরাপত্তায় ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রধান ইমরান খান। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান তিনি। 

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, আল-কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই গ্রেপ্তার করা হয়। একই মামলায় জামিন চাইতে তিনি আজ আদালতে হাজির হয়েছেন। 

টেলিভিশনে ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তার মাঝে ইমরান খানকে আদালতে হাজিরা করা হয়। আদালতের প্রাঙ্গণে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন রয়েছে। আদালতের বাইরে অনেক আইনজীবী পিটিআইর প্রধানের প্রতি সহমর্মিতা জানিয়ে স্লোগান দিচ্ছেন। 

এর আগে গতকাল দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেন। পাশাপাশি তাঁকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছেন। 

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন ইমরান খান। এরপর তিনি রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে পারেন। সমাবেশটির ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত