
কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে