অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভালো বন্ধু। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পরও এ কথা বলেছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে বলা হচ্ছে, নেতানিয়াহু ‘কুচকুচে কালো কুকুরছানা’।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে এই গালি দিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। ইসরায়েল ও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়, নেতানিয়াহুর বন্দীবিনিময় এবং সিরিয়া নীতি নিয়ে কথা বলছেন জেফরি শ্যাক্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। জেফরির মতে, মধ্যপ্রাচ্যকে একটি গন্তব্যহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু।
ইংল্যান্ডের বিতার্কিকদের সংগঠন ক্যামব্রিজ ইউনিয়নের এক সভায় সম্প্রতি বক্তব্য দেন অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। এতে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো সিরিয়া, ইরান ও ইরাককে কাবু করা।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু আমাদের একটি গন্তব্যহীন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। এই কাজে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন তিনি।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স এসব কথা বলেন। তবে এই ভিডিও ট্রাম্প কেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেটা এখনো স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটি নিজস্ব অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান ক্ষমতায় বসার আগে কিংবা ক্ষমতায় বসার এক দিনের মধ্যে।
এ ছাড়া গাজা যুদ্ধ থামানোর কথাও তিনি বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু যা চান, তা-ই করার কথাও বলেছেন। তবে এই ভিডিও শেয়ার করে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে চাইছেন কি না, সেটাও স্পষ্ট নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভালো বন্ধু। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জেতার পরও এ কথা বলেছেন তিনি। তবে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে বলা হচ্ছে, নেতানিয়াহু ‘কুচকুচে কালো কুকুরছানা’।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে এই গালি দিয়েছেন ব্রিটিশ অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। ইসরায়েল ও নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়, নেতানিয়াহুর বন্দীবিনিময় এবং সিরিয়া নীতি নিয়ে কথা বলছেন জেফরি শ্যাক্স। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতি প্রভাবিত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। জেফরির মতে, মধ্যপ্রাচ্যকে একটি গন্তব্যহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু।
ইংল্যান্ডের বিতার্কিকদের সংগঠন ক্যামব্রিজ ইউনিয়নের এক সভায় সম্প্রতি বক্তব্য দেন অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স। এতে তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো সিরিয়া, ইরান ও ইরাককে কাবু করা।’ তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু আমাদের একটি গন্তব্যহীন যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছেন। এই কাজে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছেন তিনি।’
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে অর্থনীতিবিদ জেফরি শ্যাক্স এসব কথা বলেন। তবে এই ভিডিও ট্রাম্প কেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সেটা এখনো স্পষ্ট নয়। যদিও ট্রাম্পের যুদ্ধ নিয়ে একটি নিজস্ব অবস্থান রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে চান ক্ষমতায় বসার আগে কিংবা ক্ষমতায় বসার এক দিনের মধ্যে।
এ ছাড়া গাজা যুদ্ধ থামানোর কথাও তিনি বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু যা চান, তা-ই করার কথাও বলেছেন। তবে এই ভিডিও শেয়ার করে নেতানিয়াহুর ওপর ট্রাম্প চাপ সৃষ্টি করতে চাইছেন কি না, সেটাও স্পষ্ট নয়।
ফিলিস্তিনিদের নিজ বাসভূমি থেকে না সরিয়েই যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের একটি ‘সামগ্রিক’ পরিকল্পনা করছে মিসর। এমনটাই জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গতকাল রোববার তিনি নিশ্চিত করেন যে, তাঁর দেশ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি ‘সামগ্রিক’ পরিকল্পনা প্রস্তুত করছে। ফিলিস্তিনিদের...
১ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সৈন্য পাঠাতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, “যদি আমরা ভবিষ্যতে পুতিনের আরও আগ্রাসন রোধ করতে চাই তাহলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে যুক্তরাজ্যের সৈন্যদের ইউক্রেনে পাঠাতে আমি ‘প্রস্তুত’ ও ‘ইচ্ছুক’।” আজ সোমবার
২ ঘণ্টা আগেআরও পাঁচটি স্থানীয় ব্যাংকে মার্কিন ডলার লেনদেন নিষিদ্ধ করছে ইরাক। অর্থপাচার, ডলার চোরাচালান ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গতকাল রোববার এ ঘোষণা দেওয়া হয় বলে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে।
৩ ঘণ্টা আগে১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে, কোনো ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন যদি তিনি ‘ভারতের কোনো নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং নিবন্ধনের জন্য আবেদন করার আগে সাত বছর ধরে ভারতে বসবাস করেন’। এ ছাড়া, যেসব শিশুর বাবা–মার যেকোনো একজন ভারতীয়, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন...
৪ ঘণ্টা আগে