
ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ‘পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ’ কায়েমের চেষ্টা করছে। ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। ২০২১ সালে গঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি তদন্ত কমিটির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের দখল করা ভূখণ্ডের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা করেছে। বিশেষ করে ১৯৬৭ সালের যুদ্ধের পর অবৈধভাবে দখল করে নেওয়া পূর্ব ফিলিস্তিনের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে চায়।
ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজা উপত্যকা বিষয়ে গঠিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে কেবল গাজার অবরোধ তুলে নিলেই হবে না। সেখানে এমন অবস্থার সৃষ্টি করতে হবে, যাতে ফিলিস্তিনের নেতারা তাঁদের ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
ওই প্রতিবেদনে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অপসারণই যথেষ্ট নয় উল্লেখ করে বলা হয়েছে, ‘দখলদারত্বের অবসানই যথেষ্ট নয়। ফিলিস্তিনিরা যাতে সমানভাবে মানবাধিকার উপভোগ করতে পারে তা নিশ্চিত করতেও অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে।’
ওই প্রতিবেদনে বলা হয়েছে যে—কমিশনের কাছে এমন প্রমাণ রয়েছে যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ‘ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের।’ প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি নাগরিকদের জন্য দমনমূলক ব্যবস্থা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাড়তি সুবিধা দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে জনমিতি (ইসরায়েলি–ফিলিস্তিনি জনসংখ্যার অনুপাত) বদলে দিতে ইসরায়েলি সরকার কাজ করে যাচ্ছে।’
এখন পর্যন্ত ইসরায়েলি সরকার দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ৭ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিকের আবাসন তৈরি করেছে। বিশেষ করে, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এসব আবাসনের অধিকাংশই তৈরি করা হয়েছে। অথচ এই দুই এলাকায় এরই মধ্যে ৩০ লাখেরও অধিক ফিলিস্তিন বসবাস করে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৩ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
৪ ঘণ্টা আগে