পরাগ মাঝি

ইসরায়েলি বোমা হামলায় মারা গেছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। চলমান সংঘাতের মধ্যে গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই নিহত হয়েছেন তিনি। ‘দার দিওয়ান’ হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে দাঁড়ায় ‘মৃতের জন্য অক্সিজেন নয়’।
মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন তিনি। ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। তবে মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি প্রভাব সৃষ্টি করেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো এমন—
‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা।
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছে রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলার সেই রাতে নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন—‘গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি, গাজা।’

ইসরায়েলি বোমা হামলায় মারা গেছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক ও কবি হিবা আবু নাদা। চলমান সংঘাতের মধ্যে গত ২০ অক্টোবর গাজার দক্ষিণ অংশে অবস্থিত নিজ বাসভবনেই নিহত হয়েছেন তিনি। ‘দার দিওয়ান’ হিবা আবু নাদার আলোচিত একটি বইয়ের নাম। এই বইটির ইংরেজি নামের বাংলা করলে দাঁড়ায় ‘মৃতের জন্য অক্সিজেন নয়’।
মাত্র ৩২ বছর বয়সেই ফিলিস্তিনিদের মধ্যে প্রভাবশালী কবি হয়ে উঠেছিলেন তিনি। ২০১৬ সালে পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের সম্মানজনক শারজা পুরস্কার। তবে মৃত্যুর পরই ফিলিস্তিনিদের মধ্যে আরও বেশি প্রভাব সৃষ্টি করেছেন হিবা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে চলছে শোকের মাতম। অনেকেই তাঁর লেখা কবিতা পোস্ট করছেন। মৃত্যুর পর তাঁর ভাইরাল হওয়া একটি কবিতার লাইনগুলো এমন—
‘আমরা এখন সপ্তম স্বর্গে
সেখানে গড়ে উঠেছে নতুন এক শহর।
রক্তাক্ত কাপড়ে এখানে চিৎকার করছে রোগী আর চিকিৎসকেরা।
শিক্ষকেরা শিশুদের ওপর আর রাগছে না,
পরিবারগুলোরও নেই কোনো দুঃখ, নেই ব্যথা।
ক্যামেরায় স্বর্গের ফটো তুলছে রিপোর্টাররা।
আর কবিরা, যারা অমর প্রেমের গান গায়—
সবাই গাজার বাসিন্দা।
স্বর্গে আরেক গাজা বানাচ্ছে তারা
যে গাজায় নেই কোনো নিষেধাজ্ঞা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ হিবা আবু নাদা তাঁর সর্বশেষ টুইট করেছিলেন ইসরায়েলে হামাসের হামলার পরদিন গত ৮ অক্টোবর রাতে। গাজায় ইসরায়েলের তীব্র বোমা হামলার সেই রাতে নিজের মাতৃভাষার অক্ষরে হিবা লিখেছিলেন—‘গাজার রাত রকেটের আভা ছাড়া অন্ধকার, বোমার আওয়াজ ছাড়া শান্ত, প্রার্থনার শান্তি ছাড়া ভয়ংকর, শহীদদের নূর ছাড়া কালো। শুভ রাত্রি, গাজা।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৯ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
১০ ঘণ্টা আগে