Ajker Patrika

লেবাননে ফিলিস্তিনি শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

আজকের পত্রিকা ডেস্ক­
দক্ষিণ লেবনানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি
দক্ষিণ লেবনানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলের দাবি, তারা হামাসের সদস্যদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হামাসের ওই ইসরায়েল কথিত সদস্যরা ‘আইন এল-হিলওয়েহ এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে’ অবস্থান করছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই স্থানটি হামাস ব্যবহার করত ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য। কিন্তু ইসরায়েল স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। হামাস এই দাবিকে ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’ বলে খারিজ করে দিয়েছে।

ইসরায়েল দীর্ঘদিন ধরে লেবাননে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। এসব হামলার বেশির ভাগের লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে মাঝে মাঝে হামাসকেও আক্রমণ করা হয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ইসরায়েল হিজবুল্লাহ বা হামাসের সদস্যদের নিহত হওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় অন্তত চারজন আহত হয়েছে। ছবিতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীরা আইন এল-হিলওয়েহ শিবিরের প্রবেশদ্বারে অবস্থান করছেন। অনলাইনে ভিডিও ফুটেজে দেখা গেছে, ভিড়ে ভরা সংলগ্ন সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে, আক্রমণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি মসজিদের বাইরে অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামাস হামলার নিন্দা জানিয়ে বলেছে, লেবাননের ফিলিস্তিনি শিবিরে তাদের কোনো সামরিক প্রতিষ্ঠান নেই, এবং যে স্থানটি আক্রমণ করা হয়েছে তা একটি ‘উন্মুক্ত খেলার মাঠ।’

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হামলার আগে নাগরিকদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ, আকাশ থেকে পর্যবেক্ষণ এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ।’

উল্লেখ্য, এর আগে, ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা চালায়। টানা প্রায় দুই বছর ধরে হামলা চালিয়ে ইসরায়েল অন্তত ৬৯ হাজার ১৬৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে এখনো। কারণ, প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধার হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলার পরদিন হিজবুল্লাহ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি সেনা স্থাপনায় রকেট ছোড়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। ইসরায়েল ও হিজবুল্লাহ ১৩ মাস ধরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় প্রায় ৪ হাজার লেবাননের সাধারণ নাগরিক। ইসরায়েলি আগ্রাসনে সে সময় ১২ লাখ মানুষ স্থানচ্যুত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৮০ জন সৈন্য এবং ৪৭ জন নাগরিক নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ