আজকের পত্রিকা ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় নিহত হয়েছে আরও ২৯ ফিলিস্তিনি। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও অনেকে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবারও ইসরায়েলি বর্বরতায় উপত্যকাজুড়ে প্রাণহানি ঘটছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একই পরিবারের আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শেখ নাসের এলাকায় চালানো বোমা হামলায় নিহত হয়েছে তারা। অঞ্চলটির কাতবিয়া এলাকায় বোমাবর্ষণে আরও ছয়জনের প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছেন আলজাজিরার গাজা প্রতিনিধি। নিহতদের মধ্যে তিনটিই শিশু এবং দুজন নারী।
যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল। এক মাসেরও কম সময়ের এই অভিযানে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে প্রায় ৪ হাজার বেসামরিক নাগরিক।
নতুন করে হামলা শুরুর পর থেকেই গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। কোনো ধরনের ত্রাণসহায়তা গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, বর্তমানে গাজায় খাদ্য ও অন্যান্য সহায়তার কোনো অভাব নেই। তাই নতুন করে কোনো ত্রাণ প্রবেশ অপ্রয়োজনীয়।
গত ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরপরই উপত্যকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। কয়েক দিন ধরে বন্ধ পানি সরবরাহও। আলজাজিরার তথ্যমতে, গাজা উপত্যকার পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা তো দূরের কথা, খাওয়ার পানি নিয়েই তৈরি হয়েছে সংকট। শিগগিরই পানি সরবরাহ চালু না করলে গাজার মানুষকে তৃষ্ণায় মারা যেতে হবে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় নিহত হয়েছে আরও ২৯ ফিলিস্তিনি। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও অনেকে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবারও ইসরায়েলি বর্বরতায় উপত্যকাজুড়ে প্রাণহানি ঘটছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একই পরিবারের আটজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শেখ নাসের এলাকায় চালানো বোমা হামলায় নিহত হয়েছে তারা। অঞ্চলটির কাতবিয়া এলাকায় বোমাবর্ষণে আরও ছয়জনের প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছেন আলজাজিরার গাজা প্রতিনিধি। নিহতদের মধ্যে তিনটিই শিশু এবং দুজন নারী।
যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল। এক মাসেরও কম সময়ের এই অভিযানে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে প্রায় ৪ হাজার বেসামরিক নাগরিক।
নতুন করে হামলা শুরুর পর থেকেই গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। কোনো ধরনের ত্রাণসহায়তা গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, বর্তমানে গাজায় খাদ্য ও অন্যান্য সহায়তার কোনো অভাব নেই। তাই নতুন করে কোনো ত্রাণ প্রবেশ অপ্রয়োজনীয়।
গত ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরপরই উপত্যকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। কয়েক দিন ধরে বন্ধ পানি সরবরাহও। আলজাজিরার তথ্যমতে, গাজা উপত্যকার পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা তো দূরের কথা, খাওয়ার পানি নিয়েই তৈরি হয়েছে সংকট। শিগগিরই পানি সরবরাহ চালু না করলে গাজার মানুষকে তৃষ্ণায় মারা যেতে হবে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৫ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে