
লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরের এই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই। তবে এই প্রথম ইসরায়েলি বাহিনী বৈরুতের এত কাছের কোনো এলাকায় হামলা চালিয়েছে।
প্রাথমিকভাবে ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথম দেশটির অভ্যন্তরে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্রবাহিনী ও হিজবুল্লাহর দুটি সূত্র।
এদিকে, এই হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘বালবেক শহরের কাছাকাছি ইহুদিবাদীদের আগ্রাসনের জবাবে অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ৬০টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।’ ইসরায়েলি বাহিনীও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে বালবেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি বলে বিবেচিত একটি গুদামে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলেও জানিয়েছিল তারা।

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরের এই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই। তবে এই প্রথম ইসরায়েলি বাহিনী বৈরুতের এত কাছের কোনো এলাকায় হামলা চালিয়েছে।
প্রাথমিকভাবে ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথম দেশটির অভ্যন্তরে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্রবাহিনী ও হিজবুল্লাহর দুটি সূত্র।
এদিকে, এই হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘বালবেক শহরের কাছাকাছি ইহুদিবাদীদের আগ্রাসনের জবাবে অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ৬০টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।’ ইসরায়েলি বাহিনীও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে বালবেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি বলে বিবেচিত একটি গুদামে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলেও জানিয়েছিল তারা।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩৩ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে